আন্তর্জাতিক MSME দিবস উপলক্ষে বড় উদ্যোগ। এই নিয়ে দ্বিতীয়বার 'MSME Honours' সম্মান জানাল সফটওয়্যার জগতের অন্যতম অগ্রণী নাম ট্যালি সলিউশনস। মূলত, সমাজের তৃণমূল স্তরে ব্যবসায়ীদের ইতিবাচক অবদানের জন্যই দেওয়া হয় এই বিশেষ সম্মান।
দেশের চারটি অঞ্চলের (পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ) মোট পাঁচটি বিভাগে দেওয়া হয় এই সম্মান
ওয়ান্ডারওম্যান: যে মহিলারা সমাজে বিভিন্ন প্রতিকূলতার মুখে দাঁড়িয়েও সফলভাবে ব্যবসা গড়ে তুলেছেন, যাঁরা আজকের দিনে অন্যদের কাছে রোল মডেল, তাঁদের দেওয়া হবে এই সম্মান।
বিজনেস মায়েস্ট্রো: এখানেই শেষ নয়, দীর্ঘদিন ধরে ব্যবসার ভিত মজবুতের পাশাপাশি যাঁরা এই আঙিনায় সুনাম অর্জন করেছেন, সেই অভিজ্ঞ ব্যবসায়ীদের হাতে এই সম্মান তুলে দেবে সংস্থা।
নেক্সটজেন আইকন: যাঁরা ব্যবসার সমস্যা সমাধানে বিকল্প রাস্তা তৈরি করে পথ দেখিয়েছেন, সেই 'নেক্সটজেন' বিজনেস লিডারদের সম্মানিত করবে কোম্পানি।
ডিজিটাল ট্রান্সফরমার: বিজনেসে ডিজিটালাইজেশন এখন প্রাসঙ্গিক পথ। যাঁরা ব্যবসায়িক সমস্যার সমাধানে ডিজিটাল উপায়ে সংস্থার উন্নতি করছেন, তাদেরও সম্মান জানাবে ট্যালি।
চ্যাম্পিয়ন অব কজ: এমন অনেক মানুষ আছেন, যাঁরা ব্যবসায়িক বৃত্তের সীমা অতিক্রম করে সমাজে সাহায্যের হাত বাড়িয়েছেন। যে কারণে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এই উদ্যোগপতিদের। এদের জন্য থাকবে এই সম্মান।
MSME Honours সম্মান দ্বিতীয় পর্বে পা দিতেই অভূতপূর্ব সাড়া পেয়েছে। সারা বিশ্ব থেকে ২০০০-এরও বেশি মনোনয়ন জমা পড়েছে এই সম্মানের জন্য। এই মনোনয়নগুলি জুড়ি সদস্যদের দিয়ে বেছে নেওয়া হয়েছে সেরার সেরা ব্যক্তিদের। ট্যালি MSME Honours এর বিচারকমণ্ডলীর মধ্যে ছিলেন Forum of Women Entrepreneur-এর প্রতিষ্ঠাতা-সভাপতি Ruparani। Gujrat State Council Confederation of Indian Industry (CII) প্রাক্তন চেয়ারম্যান Vinod Agarwal। এছাড়াও ছিলেন MSME Start-ups Forum-এর চেয়ারম্যান Niranjan Jain, CAIT-এর ন্যাশনাল সেক্রেটারি জেনারেল Praveen Khandelwal। এই পুরস্কারের জন্য ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সব মিলিয়ে ৯৭ জন ব্যবসায়ীকে বেছে নিয়েছেন বিচারকরা। এই তালিকাতেই রয়েছে পশ্চিমবঙ্গ থেকে সম্মান প্রাপকদের নাম।
Category: Business Maestro
Ravi Pasari, Shree Padma Merchants Pvt Ltd
১৯৭৮ সাল থেকে বস্ত্রশিল্পে বড় নাম কলকাতার এই ব্যবসায়ী। ১৯৯৯ সাল থেকে পোশাক শিল্পে পসারের জন্য অগ্রণী ভূমিকা নিয়েছেন এই বিজনেস লিডার। ভারতের ঐতিহ্যবাহী পোশাক ছাড়াও ইন্দো-ওয়েস্টার্ন পোশাকের একজন প্রস্তুতকারক ছাড়াও খুচরো বিক্রেতা হিসাবে নাম রয়েছে এই ব্র্যান্ডের। বিশেষ করে দেশের ঐতিহ্যবাহী পোশাক প্রস্তুতির ক্ষেত্রে এদের অনন্য নকশা ও গুণমানে মুগ্ধ ক্রেতারা। সেই কারণেই এই কোম্পানি সেরা ব্র্যান্ড হয়ে উঠেছে।
Amit Chatterjee, Durgapur Tubes Pvt Ltd from Durgapur
১৯৮৮ সালে তাদের ব্যবসার যাত্রা শুরু করে দুর্গাপুরের এই কোম্পানি। বর্তমানে ভারতে অক্সিজেন ল্যান্সিং টিউবের বাজারে সেরা নাম এই দুর্গাপুর টিউবস প্রাইভেট লিমিটেড। ভারত ছাড়াও আফ্রিকা, ভুটান ইউরোপেও টিউব রফতানি করে কোম্পানি। সেরা গুণমানের পণ্য ও ভাল কাস্টমার সাপোর্টের কারণে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত ক্লায়েন্ট বেস তৈরি করেছে এই কোম্পানি।
Category: Digital Transformer
Sankar Kumar Agarwala
বালুরঘাটের এই ব্যক্তি পোশাক বিক্রির জন্য একটি ই-কমার্স অ্যাপ তৈরি করেছেন। এই অ্যাপের মাধ্যমে ক্রেতা পোশাকের অর্ডার দিলেই ডেলিভারি বয়দের কাছে পৌঁছে যায় নোটিফিকেশন। সেই ক্ষেত্রে কেউ অর্ডার নিলেই বাকি ডেলিভারি বয়দের কাছে বার্তা চলে যায়। এই সহজ অ্য়াপের মাধ্যমে গ্রাহকরা কোম্পানির দ্রুত ও নির্ভুল পরিষেবা উপভোগ করেন। এই কোম্পানিতে কাজের চাপ কম হওয়ার পাশাপাশি এখন বেতনও বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে খুশি কোম্পানির কর্মীরাও। আগে কোম্পানির হাতে মাত্র কয়েকজন কর্মচারী ছিল। সেই সময় কাজের চাপের কারণে অধিকাংশই একদিন বা সপ্তাহের মধ্যে কাজ ছেড়ে চলে যেত। যদিও এখন তুলনামূলকভাবে কম কাজের চাপের জন্য কোম্পানির কর্মচারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে।
Rajeev Baid, Aman Tea Distributors Pvt Ltd (Chai Chun)
২০১১ সালে শিলিগুড়িতে ব্যবসা শুরু করে Aman Tea Distributors Pvt Ltd (CHAICHUN)। অটোমেশন টুলস, আইওটি ও এআই-এর মতো উন্নত প্রযুক্তিগুলিকে ব্যবহার করে একটি সিস্টেম তৈরি করেছে এই কোম্পানি। যার মাধ্যমে একাধারে কারখানা, কর্পোরেট অফিস, খুচরো দোকান ও অনলাইন স্টোরগুলিতে এক ছাতার তলায় আনা গেছে। কোম্পানির এই ডিজিটালাইজেশনের জন্য দিনে দিনে সব কানেকটেড নেটওয়ার্কের গুণমান ও উত্পাদন দক্ষতা বৃদ্ধি হয়েছে। বছর-বছর আয় বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের সন্তুষ্ট করতে পেরেছে কোম্পানি।
Sandeep Agrawal, GS Decor Pvt Ltd
শিলিগুড়ির GS Decor আসলে একটি ঘর সাজানোর কোম্পানি। ২০১৫ সালে ব্যবসা শুরু করে এই সংস্থা। প্রথাগত ব্যবসা পদ্ধতির বাইরে নতুনভাবে ব্যবসা শুরু করে এই কোম্পানি। যেখানে প্রোডাক্ট ডিজিটাইজেশনের জন্য বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার ও কিউআর কোডকে কাজে লাগানো হয়। ক্রেতাদের সাধারণ কাগজের বিলের পরিবর্তে ডিজিটাল বিল নেওয়ার পরামর্শ দেয় কোম্পানি। মূলত, অপ্রয়োজনীয় কাগজের ব্যবহার কমাতেই এই কাজ করে GS Decor। ব্যাবসাকে ডিজিটাল প্লাটফর্মে জুড়ে দিতেই গ্রাহক সন্তোষের পাশাপাশি আরও বেশি ক্রেতা পেয়েছে সংস্থা। যা তাদের ব্যবসায়ে আরও উত্সাহ জুগিয়েছে।
Category: NextGen Icon
Karan Raj Prasad And Rahul Raj Prasad, 9to10
২০১৮ সালে শিলিগুড়িতে শুরু হয় 9to10-এর গ্রসারি স্টোর। এক ছাতার তলায় অনেক ধরনের পণ্য পাওয়া যায় এই স্টোরে। ফ্র্যাঞ্চাইজি মডেলে নিজেদের ব্যবসাকে নিয়ে যেতেই দারুণ পসার লাভ করে এই কোম্পানি। উত্তরবঙ্গে দ্রুত গজিয়ে ওঠা গ্রসারি স্টোর চেইনের মধ্যে নাম রয়েছে এই 9to10-এর। উত্তরবঙ্গ, সিকিম ও বিহার জুড়ে ২৭টি স্টোর ছড়িয়ে রয়েছে এই কোম্পানির। এ ছাড়াও কোম্পানির কাছে রয়েছে একটি HORECA বিভাগ। যা বেশ কয়েকটি প্রিমিয়াম হোটেল, রেস্তোরাঁ ও ক্যাফেতে দেখতে পাবেন। সহজে বাজারে পাওয়া যায় না, এরকম কিছু ইমপোর্টেড প্রোডাক্ট পাওয়া যা এই স্টোরে। সেই কারণে এটি এই অঞ্চলের 'ওয়ান স্টপ সলিউশন'।
Shubham Lahoti, Quizzora & Co
ছাত্রদের ভিন্ন পথে সাধারণ জ্ঞানের পাঠ দিতে তৈরি করা হয়েছে শিলিগুড়ির Quizzora & Co। মূলত, সাধারণ জ্ঞানকে ছাত্রদের কাছে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে তৈরি করা হয়েছে এই প্লাটফর্ম। Quizzora আসলে একটি ওয়েব প্লাটফর্ম, যা স্কুলে সাধারণ জ্ঞানের পাঠ্যক্রম খেলার ছলে শিখিয়ে থাকে। এর মাধ্যমে স্কুল ও শিক্ষকদের সাধারণ জ্ঞানে উন্নতি ঘটায় ক্যুইজোরা। উত্তরবঙ্গ ও সিকিমে নতুন আঙ্গিকে সাধারণ জ্ঞানকে পৌঁছে দিতে কাজ করছে এই কোম্পানি। ছাত্রদের সাধারণ জ্ঞান পাঠের এক অনন্য উপায় হয়ে উঠেছে এই প্লাটফর্ম।
Category: WonderWoman
Ranjeeta Goel, Maa Durga Industries
২০১৮ সালে শ্বশুরের সঙ্গে শিলিগুড়িতে মা দুর্গা ইন্ডাস্ট্রিজ শুরু করেছিলেন রঞ্জিতা গোয়েল। এইচডিপিই ও এলডিপিই লিনেন প্লাস্টিক ব্যাগ তৈরি শুরু করে এই কোম্পানি। সেই সময় সংস্থার ভবিষ্য কর্মপন্থা সম্পর্কে পরিষ্কার দৃষ্টিভঙ্গি ছিল রঞ্জিতার। সেই অনুযায়ী কোম্পানির উন্নতিসাধনে মহিলা কর্মী, সুশৃঙ্খল কাজের সময় ও ম্যানপাওয়ার ম্যানেজমেন্ট শুরু করেছিলেন তিনি। এর সঙ্গে পণ্য উৎপাদনের দিকেও নজর দিয়েছিলেন মা দুর্গা ইন্ডাস্ট্রিজের কর্ণধার। যে কারণে গত আর্থিক বর্ষে কোম্পানির আয় ১০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বর্তমানে বিজনেস নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের সদস্যপদ লাভ করেছেন রঞ্জিতা।
Vinita Kejriwal, Vinsan Financial Services Pvt Ltd
বিনিতা কেজরিওয়াল ২০১১ সালে কলকাতায় ভিনসান ফিনান্সিয়াল সার্ভিস শুরু করেন। ভারত জুড়ে তাঁর ব্যবসা সম্প্রসারণের জন্য নেটওয়ার্কিং মডেল ব্যবহার করেছিলেন Vinita Kejriwal। এক সময় ব্যবসায়িক দক্ষতার দৌলতে BNI চ্যাপটারের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। কীভাবে সঠিক জায়গায় টাকা বিনিয়োগ করে লাভ করা যায়, গ্রাহকদের তা জানাতে Investor Awareness Programs (IAPs)শুরু করেন এই মহিলা। মূলত, সবাইকে 'ফিন্যানশিয়াল লিটেরেসি' সাপোর্ট দেওয়াই লক্ষ্য ছিল কেজরিওয়ালের। ক্লায়েন্টদের স্বার্থে প্রতিনিয়ত নিজেকে প্রথাগত শিক্ষা ও প্রযুক্তির সঙ্গে আপগ্রেড করতে থাকেন এই মহিলা। ক্লায়েন্টদের ভাল পরিষেবা দেওয়ার কারণেই তার বর্তমান আয় গত বছরের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
Payal Periwal, Concepts & Designs
শিলিগুড়িতে ‘Concepts & Designs’ ইন্টেরিয়র ডিজাইনিংয়ের কোম্পানি শুরু করেন Payal Periwal। ব্যবসার শুরুর দিকে বাজারে ছোটদের জন্য আসবাবের অভাব দেখেন তিনি। সেই সময় ঘর সাজানোর 'ওয়ান স্টপ সলিউশন' তৈরি করেন পায়েল পেরিওয়াল। যেখানে একবার কেনাকাটার পর ৮০ শতাংশ পুরোনো ক্রেতারাই ফের আসতেন তাঁর স্টোরে। এই পরিসংখ্যানই বলে দিত পায়েলের কাস্টমার স্যাটিফ্যাকশনের বিষয়টি। কোম্পানির হিসেব খাতা বলছে, প্রতি বছর তাঁর ব্যবসা ৩০ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে।
ট্যালি এই ব্যবসায়ীদের অভূতপূর্ব অবদান ও উদ্ভাবনী শক্তিকে সম্মান জানায়। প্রথাগত ব্যবসায়িক মডেলের বাইরে গিয়েও এঁরা সৃষ্টিশীল উপায়ে সমস্যার সমাধান করেছে। তাই এই বিজনেস লিডারসদের স্যালুট করে কোম্পানি। এঁরা অর্থনীতির চাকা ঘোরানোর মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়কে জুড়ে রাখার পাশাপাশি বদলে দিয়েছে মানুষের জীবন।
সম্মান ও অন্যান্য বিজয়ীদের সম্পর্কে আরও জানতে দেখুন https://tallysolutions.com/msme-honours/