দুবাই: কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট। শুধু তাইই নয়, ২০২২ কমনওয়েলথ গেমসে ক্রিকেটের ২২ গজে দেখা মিলবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথেরও। কমনওয়েলথ গেমসে যে ক্রিকেট ফিরতে চলেছে, তার ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। এবার সূচিও প্রকাশিত হয়ে গেল। ২০২০ সালে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত বনাম অস্ট্রলিয়া (India vs Australia) ম্য়াচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। ২৯ জুলাই হবে এই মেগা ম্য়াচ। কমনওয়েলথে লিগ তথা নক আউট পর্যায়ে অনুষ্ঠিত হবে মহিলাদের ক্রিকেট টুর্নামেন্ট। মোট ৮টি দল অংশ নেবে টুর্নামেন্টে। তারা হল অস্ট্রেলিয়া, বার্বাডোজ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা,পাকিস্তান ও শ্রীলঙ্কা।
কমনওয়েলথ গেমসের যে ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে সেখানে ভারত এ গ্রুপে রয়েছে। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও বার্বাডোজ। বি-গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার খেলে মূলপর্বে ওঠা শ্রীলঙ্কা। ৩১ জুলাই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। আগামী ৬ অগাস্ট টুর্নামেন্টের ২ টো সেমিফাইনাল ম্যাচ হবে। এছাড়া সোনা ও ব্রোঞ্জ পদকের জন্য ম্যাচ ২ টো হবে ৭ অগাস্ট।
এর আগে একবারই কমনওয়েলথ গেমসে ক্রিকেট খেলা হয়েছিল। ১৯৯৮ সালে কুয়ালালামপুরে অবশ্য শুধু পুরুষদের ক্রিকেটই হয়েছিল। এবার বার্মিংহ্যামে মহিলাদের ক্রিকেট দেখা যেতে পারে। কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় খুশি আইসিসি। এক বিবৃতিতে আইসিসির তরফে আগে জানানো হয়েছিল, ''আইসিসি ও ইসিবি কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেট অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছিল। এবার কমনওয়েলথ গেমস ফেডারেশনের সদস্য দেশগুলি সম্মতি জানালেই বার্মিংহ্যাম গেমসে দেখা যাবে মহিলাদের ক্রিকেট। সারা বিশ্বের মেয়েদের ক্রিকেটের মাধ্যমে অনুপ্রাণিত ও ক্ষমতাশালী করার লক্ষ্যেই কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেট অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়েছে।'' এরপর আজ ঘোষণা হয়ে গেল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ক্রিকেট সূচিও।