কলকাতা: প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা। ১০ বল বাকি থাকতে ৪ উইকেটে টিম ইন্ডিয়াকে হারিয়ে সিরিজে ২-০ এগিয়ে গেলেন তেম্বা বাভুমা। রঞ্জি ট্রফির সেমিফাইনালের আগে জোর কদমে প্রস্তুতি শুরু বাংলার।
ভারতের হার
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC)। তার আগে অশনি সংকেত ভারতীয় শিবিরে (Team India)। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচে হেরে গেল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ০-২ পিছিয়ে গেলেন ঋষভ পন্থরা (Rishabh Pant)।
রোহিত শর্মা, বিরাট কোহলিরা বিশ্রামে। চোটের জন্য কে এল রাহুলও নেই। তিন তারকার অনুপস্থিতিতে ভারতের ব্যাটিং রবিবার সমস্যায় পড়ল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ১৪৮ রান তুলল ভারত। ১০ বল বাকি থাকতে যে রান তুলে দিলেন প্রোটিয়ারা। সেই সঙ্গে তেম্বা বাভুমারা ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন সিরিজে।
রবিবার দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে যখন নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে ভারত, তখন ৩৫ বলে ৪০ রান করেছেন শ্রেয়স। তিন নম্বরে নেমে ২টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। শ্রেয়সই রবিবার ভারতের সর্বোচ্চ স্কোরার।
শ্রেয়সের ইনিংসের পরেও একটা সময় যখন ভারতের স্কোর ১১২/৬, এবং হাতে পড়ে মাত্র ১৮ বল, অনেকে ধরেই নিয়েছিলেন যে, বড় স্কোর করতে পারবে না ভারত। সেখান থেকে পাল্টা আক্রমণ শুরু করেন ডিকে। ২১ বলে ৩০ রান করে অপরাজিত রইলেন তিনি। তাঁর জন্যই ২০ ওভারের শেষে ভারতের স্কোর পৌঁছয় ১৪৮/৬। যা লড়াই করার সুযোগ করে দিয়েছিল ভারতীয় বোলারদের।
রবিবার কটকের বরাবাটি স্টেডিয়ামে টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। টসের পর তিনি বলেন, 'জানি না উইকেট কীরকম আচরণ করবে। তবে আগের ম্যাচের মতো করেই এগোচ্ছি। আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে উইকেট আরও ভাল হয়ে গিয়েছিল।' এদিন দক্ষিণ আফ্রিকা দলে দুটি পরিবর্তন করা হয়। চোটের জন্য নেই কুইন্টন ডি'কক। সেই সঙ্গে বাদ পড়েছেন ট্রিস্টান স্টাবস। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের দল অপরিবর্তিত রাখে ভারত।
রঞ্জি ট্রফির প্রস্তুতি
ঝলমলে রোদ। পরিষ্কার আকাশ। উইকেট কার্যত ন্যাড়া। ঘাস সামান্য রয়েছে। তবে তা পিচের বাঁধুনি ধরে রাখার জন্য। ম্যাচের আগে সেই সামান্য ঘাসও থাকবে কি না, তা নিয়ে সন্দিহান বাংলা শিবির।
রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালের দুদিন আগে তাই নতুন করে ম্যাচের কৌশল সাজাতে বসে পড়েছে বাংলার থিঙ্ক ট্যাঙ্ক। যে আলোচনায় প্রথমেই উঠে আসছে দলের বোলিং কম্বিনেশন নিয়ে কাটাছেঁড়া।
ঝাড়খন্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে তিন পেসার ও এক পেসার অলরাউন্ডারের পাশাপাশি একজন স্পিনার খেলিয়েছিল বাংলা। একমাত্র স্পিনার হিসাবে প্রথম একাদশে জায়গা করে নিয়েছিলেন শাহবাজ আমেদ (Shahbaz Ahmed)। তবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনালে বাঁহাতি স্পিনার শাহবাজের পাশাপাশি প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন আর এক স্পিনার।
রেকর্ড দর
রেকর্ড গড়ার পথে আইপিএলের (ipl) সম্প্রচার স্বত্ব। প্রথমদিনেই আইপিএলের প্রতিটি ম্যাচের সম্প্রচার স্বত্বের দর ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেল।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এখন যা পরিস্থিতি, তাতে সার্বিকভাবে সম্প্রচার স্বত্বের মূল্য ৫০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সেটা যদি হয়, তাহলে বিশ্বের যে কোনও খেলার ক্ষেত্রে তা অন্যতম বড় অঙ্ক হবে। ই-নিলামের প্রথমদিনে প্যাকেজ ‘এ’ (সব ম্যাচের জন্য টিভির সম্প্রচার) এবং প্যাকেজ ‘বি’ (ভারতের ডিজিটাল স্বত্ব) মিলিয়ে ৪২,০০০ কোটি টাকার দর হাঁকা হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর। সাত ঘণ্টা পরেও তিনটি সংস্থার হাড্ডাহাড্ডি লড়াই শেষ হয়নি। আগামীকালও সেই লড়াই চলবে। সোমবার রাত বা মঙ্গলবার সকালের দিকে চূড়ান্ত ফলাফল সামনে আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
রেকর্ড গড়ার পথে আইপিএলের (ipl) সম্প্রচার স্বত্ব। প্রথমদিনেই আইপিএলের প্রতিটি ম্যাচের সম্প্রচার স্বত্বের দর ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেল।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এখন যা পরিস্থিতি, তাতে সার্বিকভাবে সম্প্রচার স্বত্বের মূল্য ৫০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সেটা যদি হয়, তাহলে বিশ্বের যে কোনও খেলার ক্ষেত্রে তা অন্যতম বড় অঙ্ক হবে। ই-নিলামের প্রথমদিনে প্যাকেজ ‘এ’ (সব ম্যাচের জন্য টিভির সম্প্রচার) এবং প্যাকেজ ‘বি’ (ভারতের ডিজিটাল স্বত্ব) মিলিয়ে ৪২,০০০ কোটি টাকার দর হাঁকা হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর। সাত ঘণ্টা পরেও তিনটি সংস্থার হাড্ডাহাড্ডি লড়াই শেষ হয়নি। আগামীকালও সেই লড়াই চলবে। সোমবার রাত বা মঙ্গলবার সকালের দিকে চূড়ান্ত ফলাফল সামনে আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
জার্মানির ড্র
তুলনামূলকভাবে দুর্বল হাঙ্গেরির বিরুদ্ধে আটকে গেল শক্তিশালী জার্মানি। শনিবার উয়েফা নেশনস লিগের গ্রুপ এ৩-র হেভিওয়েট ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরোর দুই ফাইনালিস্ট দল ইতালি-ইংল্যান্ড। অপরদিকে, হাঙ্গেরির বিরুদ্ধে মাঠে নেমেছিল জার্মানি। দুই ম্যাচই শেষমেশ ড্র হল।