কলকাতা: আইপিএলের (IPL) আগে আচমকাই উদ্বেগে কলকাতা নাইট রাইডার্স শিবির (KKR)!


প্রথম লাইনটি পড়েই অনেকে ভাবতে পারেন যে, রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনা মিচেল স্টার্কের কি কোনও চোট লাগল? নাকি ফের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নিয়ে তৈরি হল কোনও সংশয়?


ঘটনা হচ্ছে, সোমবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board) জানিয়ে দিয়েছে, তিন ক্রিকেটারকে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দেবে না তারা। কারা সেই তিন ক্রিকেটার?


মুজিব উর রহমান (Mujeeb ur Rahman), ফজলহক ফারুকি (Fazalhaq Farooqi) ও নবীন উল হক (Neveen ul Haq)। কেন? আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে ছাড় চেয়েছেন তাঁরা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মনে হচ্ছে, দেশের চেয়ে প্রাইভেট লিগগুলিকে বেশি গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটারেরা। আর সেই কারণে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় নিজেদের ফেলতে চাইছেন না। চাইছেন, যাতে নিজেদের ইচ্ছেমতো বিভিন্ন দেশের লিগে খেলে বেড়ানো যায়। আর তা রুখতেই কড়া পদক্ষের করতে চাইছে আফগান ক্রিকেট বোর্ড।


ঘটনা হচ্ছে,  ন্যূনতম দর ১ কোটি টাকায় মুজিবকে কিনেছে কেকেআর। গত আইপিএলে আফগান স্পিনার খেলেননি। তার আগের আইপিএলে তিনি ছিলেন সানরাইজার্স হায়দরাবাদ দলে। তবে সেবার একটিমাত্র ম্যাচ খেলেছিলেন। ২ উইকেট নিয়েছিলেন মুজিব। গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসার পরই আফগান স্পিনারের জন্য মিনি অকশনে ঝাঁপিয়েছিল কেকেআর। তবে আফগান বোর্ড ছাড়পত্র না দিলে মুজিবের আইপিএল ভবিষ্যৎ বিশ বাঁও জলে।


ফজলহক ফারুকির পরের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলার কথা। নবীনের খেলার কথা লখনউ সুপার জায়ান্টসে। লখনউ দলে খেলার সময়ই গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে নবীনের সঙ্গে বিরাট কোহলির বচসা হয়। যাতে জড়িয়ে যান গম্ভীরও। গম্ভীর এবার কেকেআরের থিঙ্ক ট্যাঙ্কে। আর নবীনের আইপিএল কেরিয়ার সংশয়ে।


আফগানিস্তানের ক্রিকেট বোর্ড (ACB) সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২৪ সালের জন্য এই তিনজনের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি দেরিতে করা হবে। বিভিন্ন বাণিজ্যিক লিগে খেলাকে প্রাধান্য দেওয়ার জন্য তাঁদের নামে অভিযোগ তুলেছে বোর্ডের বিশেষ কমিটি।


ওই কমিটির একজন সদস্য বলেছেন, 'তিন ক্রিকেটার নিজেদের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এসিবিকে জানিয়েছে। কেন্দ্রীয় চুক্তি থেকে ছাড় চেয়েছে ওরা। ২০২৪ সালের ১ জানুয়ারি নতুন চুক্তির মেয়দ শুরু হওয়ার কথা। পাশাপাশি জাতীয় দলে তাঁদের নাম বিবেচনা করার আগে তাঁদের সঙ্গে কথা বলার আবেদও জানিয়েছেন ওই ত্রয়ী।'


বিশেষ কমিটি জানিয়েছে, আগামী এক বছর কেন্দ্রীয় চুক্তিতে না রাখা উচিত তিন ক্রিকেটারকে। এবং বিভিন্ন দেশের লিগে খেলার জন্য অন্তত ২ বছর ছাড়পত্রও দেওয়া উচিত নয়।



 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে