রাঁচি: তিনি বরাবর মাটির মানুষ হিসাবেই পরিচিত। বিশেষ করে বন্ধুমহলে। বন্ধুদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন। সেই মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) এবার বন্ধুর জন্মদিনের পার্টিতে হাজির হয়ে গেলেন। কেক কেটে খাইয়ে দিলেন বন্ধুকে। গাইলেন জন্মদিনের গানও। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


প্রিয় বন্ধুর জন্মদিনের পার্টিতে হাজির হরয়ে গিয়েছিলেন এমএস ধোনি। হাজার ব্যস্ততা সত্ত্বেও বন্ধুর এই বিশেষ দিনে তাঁর পাশে থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ধোনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জন্মদিনের সেই অনুষ্ঠানের ভিডিও। যেখানে সুরেন্দর কুমারকে কেক কাটতে দেখা গিয়েছে। পাশেই দাঁড়িয়ে এমএসডি। জানা গিয়েছে, সুরেন্দর কুমারের সঙ্গে টেনিস খেলে থাকেন ধোনি। রাঁচিতে ক্রিকেট স্টেডিয়াম লাগোয়া স্পোর্টস কমপ্লেক্সে।


বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হওয়া সত্ত্বেও বন্ধুর এই বিশেষ দিনে তাঁর পাশে থেকে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ধোনি। তার এই আচরণ মুগ্ধ করেছে নেটিজেনদের। জানা গিয়েছে, ধোনির টেনিস কোচ সুরেন্দর কুমারের জন্মদিনের পার্টি, উপলক্ষে এমএস ধোনির সেদিন নিমন্ত্রণ ছিল। সুরেন্দর নিজেও রাঁচির বাসিন্দা।


 






প্রিয় বন্ধুর ডাককে কোন ভাবেই উপেক্ষা করতে পারেননি এমএস ধোনি। জেএসসিএ স্টেডিয়ামে জন্মদিনের বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। জন্মদিনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটারকে কেক কাটার অনুষ্ঠানে তার ঘনিষ্ঠ বন্ধু সুরেন্দর কুমারের পরিবারের সঙ্গে দেখা যায়।


ভিডিওটি ট্যুইটারে এমএস ধোনির একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে। ধোনিকে দেখা গি:য়েছে সুরেন্দরের মেয়েকে কোলে নিয়ে তাকেও কেক খাইয়ে দিতে।


সুরেন্দর কুমার রাঁচির জেএসসিএ টেনিস অ্যাকাডেমির ট্রেনার। ক্রিকেটের বাইরে, ধোনি নিজের শহরে তাঁর বন্ধুদের সঙ্গে জমিয়ে ফুটবল এবং টেনিস খেলতে পছন্দ করেন। বিশেষ বন্ধুর জন্মদিনের পার্টিতে ধোনির এই ভাইরাল ভিডিও ভক্তদের মন জিতে নিয়েছে।


আরও পড়ুন: রোহিতের ভারতীয় দলের বিরুদ্ধে মাঠে নেমে পড়লেন বুমরা-পন্থ সহ ৪ ক্রিকেটার !