সিডনি: মেগ ল্যানিং নয়, এবার অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের (Australia Womens Cricket Team) নতুন ক্যাপ্টেন বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই জাতীয় দলের নেতৃত্বভার পেলেন অ্যালিসা হিলি (Alyssa Healy)। এতদিন দলের নেতৃত্বভার সামলেছিলেন মেগ ল্যানিং। কিন্তু গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই বর্ষীয়াণ অজি ব্যাটার। এরপরই এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে হিলিকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, অ্যালিসা হিলির আরও একটা পরিচয় তিনি অজি পুরুষ ক্রিকেট দলের তারকা বাঁহাতি পেসার মিচেল স্টার্কের স্ত্রীও। 


গত জুন-জুলাই মাসে ল্যানিংয়ের অনুপস্থিতিতে হিলির নেতৃত্বেই মহিলাদের অ্যাশেজে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া শিবির। এরপরই হিলিকে ক্যাপ্টেন হিসেবে পাকাপাকি দায়িত্ব দেওয়ার ভাবনা চিন্তা শুরু হয়। তবে অজি দলের অধিনায়ক হিসেবে এতদিন বেশ সাফল্যের সঙ্গে দায়িত্ব সামলেছিলেন ল্যানিংস। তাঁর নেতৃত্বেই পাঁচবার বিশ্বকাপ জেতে অজিরা। নতুন দায়িত্ব পাওয়ার পর হিলি বলছেন, ''আমি এই নতুন দায়িত্ব পেয়ে বেজায় খুশি। এছাড়াও সম্মানিত বোধ করছি। ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ যে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।'' অস্ট্রেলিয়ার এই উইকেট কিপার ব্যাটার আরও বলেন, ''গত কয়েক মাসে প্লেয়ারদের ও জাতীয় দলের সতীর্থকদের সমর্থন পেয়েছি বরাবর। তাঁরা আমাকে সবসময় উদ্বুদ্ধ করে গিয়েছে। আমি নেতৃত্বভার পেলেও আমার ভাবনাচিন্তা একই থাকবে। তবে দায়িত্ব বাড়ল। নিজের পারফরম্যান্সের মান আরও উঁচু করতে হবে। এছাড়াও দলের প্রত্যেকের থেকে সেরাটা বের করে আনতে হবে।''



৩৩ বছরের অ্যালিসার এই নেতৃত্বাভার তুলে নেওয়ার মাধ্যমে অজি মহিলা ক্রিকেটে এক নতুন দিগন্তের সূচনা হবে বলেই মনে করছেন অনেকে। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই উইকেট কিপার ব্যাটারের। অ্যালিসা গত দুই বছর ধরেই মেগ ল্যানিংয়ের অনুপস্থিতিতে বিভিন্ন সময় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২৫৫ ম্যাচে ৫ হাজার ৬৬৮ রান করা অ্যালিসার অধিনায়কত্বের যাত্রা শুরু হবে ডিসেম্বরেই। ২১ তারিখ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। 


উইমেন্স প্রিমিয়ার লিগেও হিলি  উত্তর প্রদেশ ওয়ারিয়র্সকে নেতৃত্ব দিচ্ছেন। অস্ট্রেলিয়ার জাতীয় মহিলা দলের জার্সিতে পাঁচ-পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন হিলি। ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮ ও ২০২০ সালে।  নিউজিল্যান্ডের মাটিতে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপও জিতেছে অস্ট্রেলিয়া। যে দলের অন্যতম সদস্য ছিলেন হিলি। টি-টোয়েন্টি ক্রিকেটে ২৪৪৬ রান রয়েছে হিলির। ১২৮-এর কাছাকাছি স্ট্রাইক রেট। একটি সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি রয়েছে হিলির।