মুম্বই: ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে এবার অস্ট্রেলিয় সংবাদমাধ্যমকে বিঁধলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। কোহলিকে খেলার দুনিয়ার ট্রাম্প বলার জন্য অসি মিডিয়াকে রীতিমতো বিদ্রুপ করেছেন বিগ বি।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি টেস্ট সিরিজে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। বেঙ্গালুরু টেস্টে ডিআরএস নিতে নিয়ে নিয়মবিরুদ্ধভাবে ড্রেসিংরুমের সাহায্য চেয়েছিলেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। এ জন্য কোহলি স্মিথের তীব্র সমালোচনা করেছিলেন। ওই ঘটনার পর থেকে ভারত অধিনায়কের ওপর ঝাঁপিয়ে পড়েছে অসি সংবাধমাধ্যমও। রাঁচি টেস্ট ড্র হওয়ার পর একটি অসি সংবাদপত্রে বলা হয়েছে, ‘বিরাট কোহালি খেলার দুনিয়ার ডোনাল্ড ট্রাম্প হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্ড ট্রাম্পের মতো  কোহালিও ঠিক করে নিয়েছেন নিজেকে আড়াল করতে সংবাদ মাধ্যমকে অভিযুক্ত করবেন।’

এ ধরনের আক্রমণের মুখে কোহলির পাশে দাঁড়িয়ে অসি সংবাদমাধ্যমকে কটাক্ষ করেছেন অমিতাভ। তিনি বলেছেন, অসি সংবাদমাধ্যমকে তো প্রকারান্তরে কোহলির শ্রেষ্ঠত্বই মেনে নিতে হয়েছে। অমিতাভের ট্যুইট, 'অসি মিডিয়া বিরাটকে খেলার দুনিয়ার ডোনাল্ড ট্রাম্প বলছে।...কোহলিকে জয়ী ও প্রেসিডেন্ট হিসেবে মেনে নেওয়ার জন্য অসি মিডিয়াকে ধন্যবাদ'।





উল্লেখ্য, রাঁচি টেস্টে বিরাট কাঁধে চোট পান। এই ঘটনা নিয়েও অসি প্লেয়াররা কোহলিকে নিশানা করতে ছাড়েননি। সেইসঙ্গে ভারতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহার্টকে বিদ্রুপ করেন অস্ট্রেলিয়ার প্লেয়াররা। ম্যাচের শেষে কোহলি বলেন, ‘ওরা হঠাৎ করেই প্যাট্রিকের নাম নিতে শুরু করে। আমি জানি না কেন। ও আমাদের ফিজিও। ওর কাজ আমার চিকিৎসা করা। আমি বুঝতে পারিনি। এর পিছনে কারনও খুঁজে পাইনি। আপনারা জানতে চাইবেন ওরা কেন ফিজিও নাম নিতে শুরু করেছিল।’

যদিও স্মিথ দাবি করেন তাঁরা ভারতের ফিজিওকে অসম্মান করেননি।

এই ঘটনা নিয়ে কোহলিকে নিশানা করে অসি সংবাদমাধ্যম।