মিউনিখ: ফের মা হতে চলেছেন আনা ইভানোভিচ (Ana Ivanovic)। প্রাক্তন টেনিস তারকা সোশ্যাল মিডিয়ায় নিজেই দিলেন সুখবর। জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার বাস্তিন সোয়েনস্টেইগারের (Basian Schweinsteiger) স্ত্রী। আনা সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'আমি কৃতজ্ঞ'।


সার্বিয়ার টেনিস তারকা আনার সঙ্গে সোয়েনস্টেইগারের প্রেম রূপকথার মতো। খেলার দুনিয়ার দুই জগতের দুই মহাতারকার বিয়ে ঘিরে উত্তাল হয়েছিল ক্রীড়াবিশ্ব। ২০১৬ সালে ইতালির ভেনিসে বিবাহবন্ধনে আবদ্ধ হন আনা ও বাস্তিন। ২০১৮ সালে তাঁদের পুত্রসন্তান হয়। তারকা দম্পতি ছেলের নাম রেখেছিলেন লুকা। পরের বছর দ্বিতীয় পুত্রসন্তান লিওনের জন্ম হয়েছিল। এবার তৃতীয়বারের জন্য নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন আনা।


 






২০২৩ সালে আন্তর্জাতিক টেনিসের হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন আনা। কার্লোস মোয়া, ড্যানিয়েল নেস্টর, ফ্লাভিয়া পেন্নেত্তা, লিজা রেমন্ড, কারা ব্ল্যাক, হুয়ান কার্লোস ফেরেরোদের সঙ্গে। বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা আনা। একটা সময় টানা ১২ সপ্তাহ বিশ্বের সেরা মহিলা টেনিস খেলোয়াড় ছিলেন। তবে ২০১৬ সালে টেনিসকে বিদায় জানান আনা। সেই মরসুমে ২৯টি ম্যাচের মধ্যে মাত্র ১৫টি জিততে পেরেছিলেন আনা। তিনি জানিয়েছিলেন, শারীরিকভাবে ফিট না থাকার জন্যই খেলা ছাড়ার সিদ্ধান্ত নেন।


আরসিবি-র ধাক্কা


আইপিএল শুরু হওয়ার মাত্র ২ সপ্তাহ আগে বিরাট ধাক্কা খেল বিরাট কোহলিদের শিবির। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) তারকা ক্রিকেটার উইল জ্যাকস (Will Jacks)।


ডিসেম্বর মাসের মিনি অকশনে ৩ কোটি ২০ লক্ষ টাকায় জ্যাকসকে দলে নিয়েছিল আরসিবি। গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে দলের মিডল অর্ডারকে ভরসা দেবেন বিগহিটার জ্যাকস, এই ছিল আরসিবি টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা।


মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ইংল্যান্ডের জেতা ম্যাচে ফিল্ডিং করার সময় পেশিতে চোট লেগেছিল জ্যাকসের। তারপর তাঁর চোটের জায়গার স্ক্যান করানো হয়। নেওয়া হয় বিশেষজ্ঞদের পরামর্শ। তারপরই আইপিএলের বাইরে থাকার সিদ্ধান্ত নেন জ্যাকস।