দোহা: জিম করতে গিয়ে বিরল এক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। দুই হাতই ভেঙে গিয়েছিল ওয়েসেক স্কেসনে-র (Wojciech Szczęsny)। পোল্যান্ডের সেই গোলকিপারের দুই হাতই বুধবার রাতে উদ্বেগ তৈরি করে দিয়েছিল আর্জেন্তিনা শিবিরে।
শুধু লিওনেল মেসির বিতর্কিত পেনাল্টিই আটকাননি, গোটা ম্যাচে প্রচুর গোল রুখে দিয়েছেন ওয়েসেক স্কেসনে। আর্জেন্তিনা ২-০ গোলে ম্যাচ জিতলেও, স্কেসনে-র জয়জয়কার চলছে।
১৪ বছর আগে পোলিশ গোলকিপার এমনই এক চোট পান যে, তাঁর কেরিয়ার নিয়েই প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছিল। সাল ২০০৮। জিমে শরীরচর্চা করছিলেন স্কেসনে। ওজন তুলছিলেন তিনি। সেই সময়ই হাত পিছলে ওজন পড়ে যায় তাঁর ওপর। সেই দুর্ঘটনায় দুই হাতই ভেঙে গিয়েছিল তাঁর। পরে পোলিশ তারকা জানিয়েছিলেন যে, দুর্ঘটনাটা এমনভাবেই ঘটেছিল যে, প্রথমে সেখানে উপস্থিত বাকি কেউ বুঝতেই পারেননি এত বড় আঘাত লেগে গিয়েছে। বরং সকলেই হাসি চাপার চেষ্টা করছিলেন। পরে তাঁর অবস্থা উপলব্ধি করে দৌড়ে আসেন।
সেই সময় স্কেসনে-র বয়স ছিল মাত্র ১৮। এখন তিনি ৩২। আর এই বয়সেও তিনকাঠির নীচে কার্যত দুর্ভেদ্য। স্কেসনি অবশ্য জানিয়ে দিয়েছেন যে, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। ২০২৬ সালে আর দেখা যাবে না তাঁকে।
ফুটবল তাঁর রক্তে। বাবা মাচিজ় স্কেসনেও ছিলেন গোলরক্ষক। আন্তর্জাতিক ফুটবলও খেলেছিলেন।
বুধবার রাতে বিশ্বকাপের গ্রুপ সি-র ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি পেয়েছিল আর্জেন্তিনা (Argentina vs Poland)। ম্যাচের প্রথমার্ধে মেসির শট রুখে দেন পোলিশ গোলকিপার ওয়েসেক স্কেসনে। গোটা ম্যাচে ২ গোল হজম করলেও যিনি অনবদ্য পারফর্ম করেছেন। স্কেসনের চওড়া হাতের জন্য আর্জেন্তিনাকে ২ গোল করেই সন্তুষ্ট থাকতে হল। তা নাহলে আরও বড় ব্যবধানে ম্যাচ জিতত আর্জেন্তিনা।
মেসির পেনাল্টি রুখে দিলেও অবশ্য আর্জেন্তিনীয় অধিনায়কের কাছে একটি বাজি হেরে গেলেন পোল্যান্ডের গোলকিপার। ম্যাচের বয়স তখন ৩৮ মিনিট। পোল্যান্ড বক্সে শরীর শূন্যে ভাসিয়ে হেড করতে গেলেন লিওনেল মেসি। ফাউল করলেন পোলিশ গোলকিপার ওয়েসেক স্কেসনে। ভার প্রযুক্তির সাহায্যে পেনাল্টি দিলেন রেফারি। যা নিয়ে তৈরি হল বিতর্ক। কারণ, অনেকের মতে, মেসি হেড করার পর ফাউল করেছিলেন স্কেসনে।
বল সাজিয়ে তৈরি হলেন মেসি। শট নিলেন ডানদিকে। কিন্তু ঝাঁপিয়ে পড়ে দুরন্ত সেভ স্কেসনের। গোটা স্টেডিয়াম তখন থমথমে। মেসিও হতাশ।
ম্যাচের পর আরও একটি তথ্য ফাঁস করেছেন পোলিশ গোলকিপার। তিনি জানিয়েছেন, মেসির সঙ্গে একটি বাজি লড়েছিলেন তিনি। স্কেসনে জানিয়েছেন, রেফারি তখন ভার প্রযুক্তি ব্যবহার করার জন্য রিপ্লে দেখতে গিয়েছিলেন। স্কেসনে মেসিকে বলেছিলেন, কিছুতেই এই ফাউলের জন্য পেনাল্টি দেবেন না রেফারি। শুধু তাই নয়, একশো ইউরো বাজিও ধরেছিলেন মেসির সঙ্গে। কিন্তু রেফারি পেনাল্টি দেন। তাই গোল রুখে দিলেও, একশো ইউরো হেরে যান স্কেসনে।
আরও পড়ুন: ফের অঘটন, ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল তিউনিশিয়া