সন্দীপ সরকার, কলকাতা: রাজকোটের পর কলকাতা। রঞ্জি ফাইনালে (Ranji Trophy Final) বাংলা মানেই ব্যাট হাতে জ্বলে উঠছেন তিনি। বাংলা বোলারদের কাছে মূর্তিমান আতঙ্ক। ইডেন গার্ডেন্সেও (Eden Gardens) সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন অর্পিত বাসবডা (Arpit Vasavada)। দ্বিতীয় দিনের শেষে যিনি বাংলা শিবিরের (Bengal vs Saurashtra) উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাখলেন।


দ্বিতীয় দিনের খেলা তখন সদ্য শেষ হয়েছে। সেঞ্চুরি থেকে মাত্র ১৯ রান দূরে দাঁড়িয়ে থাকা অর্পিতের সঙ্গে দেখা করতে ড্রেসিংরুমে প্রবেশ করতে গিয়েছিলেন তাঁর স্ত্রী ও পুত্র। তবে নিরাপত্তারক্ষীরা তাঁদের বাইরেই অপেক্ষা করতে বলেন। অর্পিতের যদিও সেসব নিয়ে খুব একটা বিরক্তি নেই। তিন বছরের মধ্যে দ্বিতীয়বার রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। অর্পিত বরাবরের মতোই সংযত। এবিপি লাইভকে বললেন, 'আমরা ভাল জায়গায় রয়েছি। তবে খেলা এখনও অনেক বাকি। আমাদের ধারাবাহিকতা দেখাত হবে। প্রত্যেক সেশনে ভাল খেলতে হবে।'


১৫৫ বলে ৮১ রানে ক্রিজে রয়েছেন অর্পিত। মেরেছেন ১১টি বাউন্ডারি। তাঁর সঙ্গে রয়েছেন চিরাগ জানি। ৫৭ রানে অপরাজিত তিনি। অবিচ্ছেদ্য ষষ্ঠ উইকেটে ১১৩ রান যোগ করেছেন দুজনে। দ্বিতীয় দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর ৩১৭/৫। বাংলার চেয়ে ১৪৩ রানের লিড। ম্যাচ কি হাতের মুঠোয়? অর্পিত বলছেন, 'আমাদের অন্তত দুশো রানের লিড নিতে হবে। আর সেটা পারলে ম্যাচের রাশ আমাদের হাতে চলে আসবে।'


যে পিচে বাংলার ব্যাটাররা থরহরিকম্প হয়ে গিয়েছিলেন, ১৭৪ রানে শেষ হয়ে গিয়েছিল বঙ্গ ব্যাটিং ব্রিগেড, সেই পিচে ব্যাট হাতে কেরামতি কীভাবে? 'উইকেটে থিতু হয়ে গেলে সমস্যা হচ্ছে না। পিচ তো ভালই। আমরা পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করছি,' বলছিলেন অর্পিত। জিজ্ঞেস করা গেল, তিন বছর আগেও রঞ্জি ফাইনালে বাংলার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। এবারও শতরানের দোরগোড়ায়। সৌরাষ্ট্রের প্রথম ইনিংসে এখনও পর্যন্ত সর্বোচ্চ স্কোরার আপনিই। বাংলাকে দেখলে কি বাড়তি প্রেরণা পান?


অর্পিত হেসে বলছেন, 'সেরকম কোনও ব্যাপার নয়। আর এই ম্যাচে আমি এখনও সেঞ্চুরি করিনি। তিন অঙ্কে পৌঁছনো নিয়ে ভাবছি না। ওভার ধরে ধরে খেলছি। কালকের প্রথম সেশনটা ভালভাবে খেলতে হবে। যতটা সম্ভব বড় রানের লিড নিতে হবে।'


বাংলার বোলাররা শুনছেন কি?                                                                                             



আরও পড়ুন: ৩১ মার্চ থেকে শুরু আইপিএল, প্রথম ম্যাচেই মুখোমুখি চেন্নাই-গুজরাত