দুবাই: এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে আজ, রবিবার নামছে পাকিস্তান ও শ্রীলঙ্কা (SL vs Pak)। সেই ম্যাচে ফেভারিট কারা, বেছে নিলেন কিংবদন্তি ওয়াসিম আক্রম।


পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেছেন, 'এশিয়া কাপে পাকিস্তান দলের পারফরম্যান্স দুর্দান্ত। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিংয়ে সেই ধারটা ছিল না। বোলিং ভাল হয়েছে। আশা করছি ওরা ভুল থেকে শিক্ষা নেবে। তবু আমি মনে করি ফাইনালে পাকিস্তান ফেভারিট। তবে তরুণ আর উত্তেজক শ্রীলঙ্কা দলকে হাল্কাভাবে নেওয়া ঠিক নয়।' আক্রম যোগ করেছেন, 'অনেকে মনে করছে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটিং নড়বড়ে। আগের ম্যাচে রিজওয়ান দ্রুত ফেরার পর মিডল অর্ডারের কঙ্কালসার চেহারা দেখা গিয়েছিল। কিন্তু ফাইনালের পিচ অনেক ভাল হবে। আশা করছি ওরা ঘুরে দাঁড়াবে।'


আজ ট্রফি জয়ের যুদ্ধ


আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা (Srilanka) ও পাকিস্তান (Pakistan)। সুপার ফোরে সব ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে দাসুন শনাকার দল। অন্যদিকে বাবর আজমের (Babar Azam) দল ভারত ও আফগানিস্তানকে হারালেও একমাত্র লঙ্কা বাহিনীর বিরুদ্ধে হেরে গিয়েছিল। সুপার ফোরে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এবার শ্রীলঙ্কা দলের সামনে। 





আরও পড়ুন: কোহলির পর এবার স্টিভ স্মিথেরও খরা কাটল, দুই বছর পর এল ওয়ান ডে সেঞ্চুরি