কলম্বো: এশিয়া কাপ (Asia Cup) শুরু হতে আর মাত্র চারদিন বাকি। তার আগে সমস্যায় গতবারের চ্যাম্পিয়নরা। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই একের পর এক ধাক্কায় জর্জরিত শ্রীলঙ্কা (Sri Lanka Cricket Team)।
গোটা এশিয়া কাপ থেকেই কার্যত ছিটকে গিয়েছেন দুষ্মন্ত চামিরা। গ্রুপ পর্বে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পাওয়ার সম্ভাবনাও কম। তার ওপর করোনা আক্রান্ত হয়েছেন কুশল পেরেরা ও আবিষ্কা ফার্নান্দো। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন দুজনে। পর্যবেক্ষণে রাখা হয়েছে দুই ক্রিকেটারকে। ফিট না হয়ে উঠলে প্রথম ম্যাচের আগে উদ্বেগ বাড়বে শ্রীলঙ্কা শিবিরে।
শ্রীলঙ্কার টিম ম্যানেজার মাহিন্দা হালানগোড়া জানিয়েছেন, এশিয়া কাপ থেকে সম্ভবত ছিটকেই যাবেন চামিরা। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখনও চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে।
চোট সমস্যা রয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গারও। এলপিএলে খেলতে পারেননি হাসারাঙ্গা। তাঁর ঊরুতে চোট ছিল। গ্রুপ পর্বে বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে হাসারাঙ্গার ফিট হয়ে ওঠার সম্ভাবনা নেই বলেই খবর। শ্রীলঙ্কা সুপার ফোরে উঠলে হাসারাঙ্গার খেলার ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবে যদি নতুন করে চোট লাগার আশঙ্কা না থাকে, তবেই। কারণ, বিশ্বকাপের আগে হাসারাঙ্গাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দলের প্রধান পেসার চামিরাকে নিয়েও বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে নারাজ শ্রীলঙ্কা।