করাচি: রমরমিয়ে চলছে আইপিএল (IPL)। আর তার মাঝেই এশিয়া কাপের (Asia Cup) জন্য বিশেষ 'হাইব্রিড মডেল'-এর প্রস্তাব দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। যে মডেলে পাকিস্তান তাদের ম্যাচ খেলতে চায় দেশের মাটিতে (Ind vs Pak)। ভারতকে কোনও নিরপেক্ষ কেন্দ্রে নিজেদের ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে।


পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেট্টি জানিয়েছেন, যাতে সুষ্ঠুভাবে টুর্নামেন্ট আয়োজন করা যায়, তার জন্যই এই প্রস্তাব। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে পাক ভূমে ম্যাচ খেলতে নারাজ ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ড দাবি তুলেছিল, নিরপেক্ষ কেন্দ্রে গোটা টুর্নামেন্ট আয়োজন করার। যদিও পাক বোর্ড চায়, পাকিস্তানের জনতা যেন ঘরের মাঠে বাবর আজমদের খেলা দেখা থেকে বঞ্চিত না হয়। সেই কারণেই হাইব্রিড মডেলের ভাবনা।


আগামী মাসে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি গোয়ায় আসছেন। সেখানে সাংহাই কো অপারেশন কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন তিনি। পিসিবি প্রধানের আশা, সেই সফরে সদর্থক কথাবার্তা হবে ক্রিকেটীয় সম্পর্ক নিয়েও।


নাজম শেট্টি বলেছেন, 'আমাদের বলা হয়েছে, হয়তো বরফ গলতে শুরু করবে। আশা করছি ২০২৫ সালে যখন পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে, ভারতীয় দল পাকিস্তানে খেলতে আসবে। আমাদের বলা হয়েছে নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ খেলতে। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে যেতেও বলা হয়েছে।' তবে কে বা কাদের তরফে এই পরামর্শ দেওয়া হয়েছে, তা খোলসা করে বলেননি পিসিবি প্রধান।

 

এদিকে, পিসিবির প্রাক্তন প্রধান তথা জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজার আক্রমণের নিশানায় নাজম শেট্টি ও সে দেশের ক্রিকেট বোর্ড। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড মিকি আর্থারকে দলের নতুন টিম ডিরেক্টর হিসাবে নিয়োগ করেছে। তার পরেই আর্থারের তুলোধনা করলেন রামিজ রাজা। প্রাক্তন বোর্ড প্রধান বলেছেন, আর্থার হলেন গ্রামের সার্কাসের একজন ভাঁড়, যাঁর পাকিস্তানের ক্রিকেটের প্রতি কোনও দায়বদ্ধতা নেই। রামিজ বলেছেন, 'এই প্রথম বার শুনলাম যে দলের কোচ বা ডিরেক্টর দূর থেকে কাজ করবে। পাকিস্তানের ক্রিকেট নয়, ওর সব দায়বদ্ধতা নিজের দেশকে নিয়ে। গ্রামের সার্কাসের ভাঁড়রা যেমন পাগলামি করে, এটাও ঠিক সে রকম সিদ্ধান্ত।'

পাক বোর্ডের চেয়ারম্যান নাজম শেট্টির ওপরেও ক্ষিপ্ত রামিজ। বলেছেন, 'পিসিবিতে চেয়ারম্যান হিসাবে একজন বসে রয়েছে যে ক্রিকেট নিয়ে কিছুই জানে না। ক্লাব ক্রিকেটের ম্যাচেও একটা প্রথম একাদশ তৈরি করতে পারবে না। সেই কি না রাজনীতিবিদ, নীচু মনের মানুষদের নিয়ে একটা কমিটি চালাচ্ছে যারা প্রতি মাসে ১২ লক্ষ টাকা বেতন নিচ্ছে।'


আরও পড়ুন: দুশো রানের পূর্বাভাস ইডেনে, উড়বে কি ধোনির হেলিকপ্টার?