কলম্বো: পিঠের অস্ত্রোপচার করিয়ে দীর্ঘদিন পরে মাঠে ফিরেছিলেন। এশিয়া কাপে (Asia Cup) গ্রুপ পর্বে দুটি মাত্র ম্যাচে খেলেছিলেন তিনি। তারপরই ফের পিঠের চোটে ছিটকে যান। সুপার ফোর বা ফাইনালে খেলতে পারেননি। বিশ্বকাপেও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) খেলা নিয়ে তৈরি হয়ে গিয়েছে সংশয়।


যদিও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এশিয়া কাপে শ্রীলঙ্কাকে দুরমুশ করে চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত বলেছেন, 'এই ম্যাচে শ্রেয়সকে পাওয়া যায়নি। কারণ কয়েকটা মাপকাঠি ও এখনও পূরণ করতে পারেনি। তবে বেশিরভাগ মাপকাঠিই ও পূরণ করেছে। আমি বলব ও ৯৯ শতাংশ ফিট। তবে দেখে ওকে ভালই লাগছে।' রোহিত যোগ করেছেন, 'ও ব্যাট করেছে। দীর্ঘক্ষণ ফিল্ডিং করেছে। এই মুহূর্তে ওকে ভাল লাগছে। আমার মনে হয় না ওর পরিস্থিতি আমাদের কাছে উদ্বেগের কিছু বলে।'


এশিয়া কাপে গ্রুপ পর্বে পাকিস্তান ও নেপাল - দুটি মাত্র ম্যাচে খেলেছিলেন আইয়ার। তারপরই ব্যাক স্প্যাসমের জন্য আর মাঠে নামতে পারেননি। নতুন করে তিনি চোট পাওয়ার পর বিশ্বকাপে শ্রেয়স খেলতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। তবে ভারতীয় শিবির সূত্রে খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজের দলেও রাখা হবে শ্রেয়সকে। মোহালিতে ২২ সেপ্টেম্বর ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ান ডে ম্যাচ। 


প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের (Asia Cup 2023) খেতাবি লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা (IND vs Sri Lanka)। রবিবাসরীয় ফাইনালে শ্রীলঙ্কাকে পর্যুদস্ত করে রেকর্ড অষ্টমবার এশিয়া সেরা হয় ভারতীয় দল। মাত্র ৫০ রানেই শ্রীলঙ্কাকে অল আউট করার পর ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। পাঁচ বছরের ট্রফির খরা কাটিয়ে ফের এশিয়া কাপ জিতে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মানসিক দৃঢ়তার প্রশংসা করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।


ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, 'সত্যিই দল দুর্দান্ত পারফর্ম করেছে। কোনও টুর্নামেন্টের ফাইনালে এমন পারফরম্যান্স করাটা দলের মানসিক দৃঢ়তার পরিচয় দেয়। বল হাতে আমরা শুরুটাও অসাধারণ করেছি এবং ব্যাট হাতে ইনিংসটা শেষ করতেও আমরা বেশি সময় নিইনি। আমাদের ফাস্ট বোলাররা প্রচুর খাটা খাটনি করেছে। ওদের কী করতে হবে, না হবে, সেই বিষয়ে ওদের ধারণা খুব স্পষ্ট। এই পারফরম্যান্স দেখতেও বেশ ভাল লাগল।'


এই পারফরম্যান্সে সহজে ভোলার নয় বলেই জানান রোহিত। 'এমন এক পারফরম্যান্স দীর্ঘদিন মনে থাকবে। বলটা যে এত সিম, সুইং হবে সেটা কিন্তু কল্পনাও করিনি। এর পুরো কৃতিত্বটাই বোলারদের দক্ষতার। সিরাজ বাহবা পাওয়ার যোগ্য। হাওয়ায় এবং পিচে, দুইভাবে বল মুভ করার দক্ষতাটা কিন্তু সকলের থাকে না। ও দারুণ উন্নতি করেছে।' বলেন তিনি।



আরও পড়ুন: এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত? শ্রীলঙ্কার ঝুলিতে গেল কত অর্থ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন