বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ সেরার পুরস্কার, এভাবেই ২২তম জন্মদিন উদযাপন করলেন আফগান ক্রিকেটার রশিদ খান
গ্রুপের দুটি ম্যাচ জিতে সুপার ফোর পর্যায়ে পৌঁছে গেল আফগানিস্তান। শুক্রবার, এই মাঠেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে আফগানিস্তান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার, এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১৩৬ রানের জয় পেয়েছে আফগানিস্তান। একদিনের ক্রিকেটে রানের বিচারে এটি তাদের চতুর্থ বৃহত্তম।
আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে রশিদ (৪৯ ম্যাচ) ও নবি (১০৩ ম্যাচ) দুজনেই ১১২টি করে উইকেট দখল করেছেন।
আফগানিস্তানের হয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন রশিদ খান ও মহম্মদ নবি।
রশিদ খান ও গুলবাদিন নাইবের মধ্যে অষ্টম উইকেটে ৯৫ রানের পার্টনারশিপ আবু ধাবিতে সেরা। পাশাপাশি, আফগানিস্তানের হয়েও একদিনের ক্রিকেটে অষ্টম উইকেটে এই পার্টনারশিপ সেরা হয়েছে।
শুধু তাই নয়। আবু ধাবিতে যে কোনও ৯ নম্বরে নামা ব্যাটসম্যানের পক্ষে এটিই সর্বোচ্চ রান। পাশাপাশি, ২০১৮ সালে আন্তর্জাতিক স্তরে, যে কোনও ৯ নম্বরে নামা ব্যাটসম্যানের পক্ষেও এটি সর্বোচ্চ রান।
মাত্র ৩১ বলে নিজের অর্ধশতরান সম্পন্ন করেন রশিদ। ঠিক একদিন আগেই, পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের দ্রুততম (৩৬ বলে) অর্ধশতরান সম্পন্ন করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রশিদের এই কীর্তি রোহিতকেও ছাপিয়ে গিয়েছে।
প্রথমত, ব্যাট হাতে ৩২ বলে দুরন্ত অপরাজিত ৫৭ রান। তারপর বল হাতে মোক্ষম সময়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে লড়াই থেকে ছিটকে দিয়ে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন তিনি।
বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের নায়ক হয়ে উঠলেন আফগানিস্তানের তরুণ ক্রিকেটার রশিদ খান। বৃহস্পতিবার ছিল রশিদ খানের ২২ তম জন্মদিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -