আবু ধাবি: মুস্তাফিজুর রহমানের শেষ ওভারের ভেলকির দৌলতে এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ের উত্তেজক ম্যাচে আফগানিস্তানকে তিন রানে হারিয়ে ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল বাংলাদেশ।
জয়ের কাছাকাছি এসেও শেষ ১০ ওভারে লড়াই থেকে ছিটকে যায় আফগানিস্তান। শেষ ওভারে জয়ের জন্য ৮ রান প্রয়োজন ছিল আফগানদের। কিন্তু, বাংলাদেশের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান মাত্র চার রান দেন। পাশাপাশি, তুলে নেন রশিদ খানের উইকেট।
এদিনের হারের দুঃখ ভুলতে হয়ত বেশ কিছুটা সময় লাগবে আফগানিস্তানের। বিশেষ করে বোলিংয়ের সময় বাংলাদেশকে খাদের কিনারায় ঠেলে ফেলে দিয়েও ম্যাচ ফস্কে এখন আফসোস করছেন তাঁরা।
প্রথমে বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু, আফগান বোলারদের দাপটে একটা সময়ে তাদের স্কোর ৫ উইকেটের বিনিময়ে ৮৭ ছিল। সেখান থেকে মাহমুদউল্লাহ (৭৪) ও ইমরুল কয়েস (অপরাজিত ৭২) করে দলের স্কোর ২৫০-র কাছে পৌঁছে দেন। প্রথমদিকের চাপ পরের দিকে বজায় রাখতে ব্যর্থ হন আফগান বোলাররা। যার জেরে বাংলাদেশ রান করার সুযোগ পেয়ে যায়।
এই জয়ের ফলে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগামী ম্যাচটি কার্যত সেমিফাইনাল পরিণত। ওই ম্যাচে যে দল জিতবে, তারাই ফাইনালে ভারতের মুখোমুখি হবে।