হাংঝাউ : এশিয়ান গেমসে (Asian Games 2022) হকিতে সোনালি অধ্যায় ভারতের। জাপানকে চূর্ণ করে সোনা ভারতীয় পুরুষ হকি দলের। ফাইনালে ৫-১ গোলের ব্যবধানে জাপানকে হারাল ভারত। এশিয়া মঞ্চে সেরার শিরোপা পেয়ে আগামী বছরের প্যারিস অলিম্পিক্সের (2024 Paris Olympics) যোগ্যতাও অর্জন করে ফেলল হরমনপ্রীত সিংহের নেতৃত্বাধীন ভারতীয় হকি দল। 


এবারের এশিয়া কাপে আগাগোড়া বজায় ছিল ভারতীয় হকি দলের দাপট। ফাইনালের মঞ্চেও যার কোনও ব্যতিক্রম হয়নি। জাপানকে ৫-১ ফলে উড়িয়ে দিল তাঁরা। খেলার ২৫ মিনিটের মাথায় মনপ্রীতের রিভার্স হিটে প্রথম গোলের খাতা খোলে ভারতীয় পুরুষ হকি দল। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ায় ভারত। হার্দিকের থেকে বল পেয়ে মনদীপের সাজানো বলে নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করেন হরমনপ্রীত। মিনিট চারেকের মধ্যে সুখজিৎ ভারতের পক্ষে ৩ নম্বর গোলটি করেন। ৪৮ মিনিটে অভিষেকের সুবাদে ভারতের চতুর্থ গোল। যদিও তার মিনিট তিনেক পরেই পেনাল্টি কর্নার থেকে পাল্টা একটি গোল জাপানের। যদিও ৫৯ মিনিটের মাথায় ফের হরমনপ্রীতের গোলে ৫-১ গোলে ম্যাচ জয় ও দেশকে সোনা জেতানো নিশ্চিত করে দেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ (Harmanpreet Singh)। 


প্রসঙ্গত, এবারের এশিয়ান গেমসে প্রতিপক্ষদের গোলের বন্যায় ভাসিয়ে ক্রমশ তরতর করে এগিয়েছে ভারতীয় হকি দল। প্রথম ম্যাচে উকবেকিস্তানকে ১৬-০, পরের ম্যাচে সিঙ্গাপুরকে ১৬-১ গোলে হারায় ভারত।  গ্রুপপর্বের লড়াইয়ে এশিয়ান গেমসের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০-২ গোলে দুরমুশ করেছিল তারা। বাংলাদেশকে দিয়েছিল ১২ গোল। সেমিফাইনালের লড়াইয়ে কোরিয়াকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে স্থান পাকা করার পর এবার সোনা জয়ের মঞ্চেও দাপট দেখিয়ে এশিয়া সেরার তকমা ছিনিয়ে নিল ভারতীয় পুরুষ হকি দল।