হাংঝাউ : শুটিংয়ে ফের সোনা ভারতের (Gold Medal)। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে দেশকে সোনা এনে দিলেন সরবজোৎ সিংহ, অর্জুন সিংহ চেমা ও শিব নারওয়াল। এশিয়ান গেমসের মঞ্চে এটি ভারতের ষষ্ঠ সোনা। পাশাপাশি শুটিংয়ে ভারতের চতুর্থ সোনা।
পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে ১৭৩৪ পয়েন্ট স্কোর করে ঐতিহাসিক সোনা জেতে ভারতীয় দল। ফাইনালের মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে চিনকে মাত্র ১ পয়েন্টে টেক্কা দিয়ে যে বিভাগে এশিয়া সেরা হয় ভারতের ছেলেরা। এর আগে ১০ মিটার এয়ার রাইফেল, মহিলাদের ২৫ মিটার পিস্তল ও হিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে এসেছে সোনা। পাশাপাশি আরও ৪ টি রুপো ও ৫ টি ব্রোঞ্জ, এশিয়ান গেমসে এখনও পর্যন্ত মোট ১৩ টি পদক এসেছে ভারতের ঝুলিতে।
হ্যাংঝাউ এশিয়ান গেমসে (Asian Games) এমনিতেই ভারতীয় শ্যুটারদের জয়-জয়কার। গতকালই মহিলাদের ২৫ মিটার পিস্তলে সোনা জয় মনু ভাকর, এষা সিং ও রিদম সাঙওয়ানের। মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের সিঙ্গলস ফাইনালে সোনা জেতেন শিফট কৌর সামারাও। ৪৬৯.৬ পয়েন্ট নিয়ে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন তিনি।
দলগত বিভাগে দেশকে সোনা এনে দেওয়ার পর ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টেও পদকের লক্ষ্যেই নামবেন ভারতের তিন শুটার। ভোপালে শুটিং বিশ্বকাপে ভারতকে সোনা জিতিয়েছিলেন সরবজোৎ।
দিনের শুরুতেই ভারতের আজকের পদকের খাতা খোলে উশুতে। মণিপুরের রোসিবিনা দেবী মহিলাদের ৬০ কেজি সান্ডা বিভাগে জেতেন রুপো। ২০১৮-র জাকার্তা এশিয়ান গেমসে জিতেছিলেন ব্রোঞ্জ। আর এবার রুপো (Silver Medal)। উশুতে দেশকে প্রথম পদক এনে দিলেন রোসিবিনা দেবী নাওরেম (Roshibina Devi )। এশিয়া সেরার মঞ্চে চিনের উ জিয়ায়েইয়ের সঙ্গে লড়াইয়ের পর রুপো জেতেন তিনি।
এই নিয়ে চলতি এশিয়ান গেমসে ৬ টি সোনা, ৮ টি রুপো এবং ১০ টি ব্রোঞ্জ জিতে ভারতের ঝুলিতে মোট ২৪টি পদক। যার জেরে এই মুহূর্তে এশিয়ান গেমসের পদকতালিকায় (Asian Games Medal Tally) ৫ নম্বরে উঠে এসেছে ভারত।