Asian Games 2023: স্কোয়াশ, টেনিসে সোনাজয়, পদক তালিকায় চারে সপ্তম দিন শেষ করল ভারত

Asian Games 2023 Live: শুটিংয়ে ফের সোনা ভারতের (Gold Medal)। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে দেশকে সোনা এনে দিলেন সরবজোৎ সিংহ, অর্জুন সিংহ চেমা ও শিব নারওয়াল।

ABP Ananda Last Updated: 30 Sep 2023 08:58 PM
Asian Games 2022 Live: চারে ভারত

মোট ১০টি সোনা ও ১৪টি করে রুপো ও ব্রোঞ্জ জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে এশিয়ান গেমসের সপ্তম দিন শেষ করল ভারতীয় দল। আজই সুতীর্থা, ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলরা কিন্তু পদক নিশ্চিত করে ফেলেছে। 

Asian Games Live: ব্যাডমিন্টনের ফাইনালে ভারত

আরও এক বিভাগে সোনা জয়ের জন্য ভারতীয় দলকে লড়তে দেখা যাবে। পুরুষদের দলগত বিভাগে ৩-২ স্কোরে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছল ভারত। ভারতীয় দল নিজেদের তিনটি ম্যাচই সিঙ্গেলসে জেতে। 

Asian Games Live: চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে দাপুটে জয়

হকিতে ভারতীয় পুরুষ দলের দাপট অব্যাহত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০-২ গোলে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা। হরমনপ্রীত নিজেই চারটি গোল করেন।

Asian Games Live: চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে দাপুটে জয়

হকিতে ভারতীয় পুরুষ দলের দাপট অব্যাহত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০-২ গোলে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা। হরমনপ্রীত নিজেই চারটি গোল করেন।

Asian Games 2022 Live: বক্সিংয়ে পদক নিশ্চিত

বক্সিংয়ে ৯২ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করে ফেললেন নরেন্দ্র। একপেশে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইরানের ইমানকে ৫-০ স্কোরলাইনে হারান ভারতীয় বক্সার। 

Asian Games Live: ৪-০ এগিয়ে ভারত

গ্রুপ 'এ'-তে শীর্ষস্থান দখলের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারতীয় হকি দল। সেই ম্যাচের প্রথমার্ধে ৪-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল।

Asian Games 2022 Live: ১০ হাজার মিটারে জোড়া পদক

১০ হাজার মিটারে ভারতের জোড়া পদক। কার্তিক কুমার ও গুলভীর সিংহ, ভারতকে রুপো ও ব্রোঞ্জ এনে দিলেন। কার্তিক ২৮:১৫.৩৮ ও গুলভীর ২৮:১৭.২১ সেকেন্ড সময় নেন। 

Asian Games Live: ৪০০ মিটারে পঞ্চম আজমল

পুরুষদের ৪০০ মিটারের অ্যাথলেটিক্স ফাইনালে ভারতের মহম্মদ আজমল ভারিয়াথোডি পঞ্চম স্থানে শেষ করেন। তিনি ৪৫.৯৭ সময় নেন।

Asian Games 2022 Live: ফাইনালে পৌঁছতে দরকার এক জয়

দক্ষিণ কোয়িরার ইয়ংয়ু লিকে স্ট্রেট গেমে হারিয়ে দুরন্ত জয় পেলেন লক্ষ্য সেন। ২১-৭, ২১-৯ স্কোরলাইনে ম্যাচ জিতলেন তিনি। এই জয়ের সুবাদে ভারত দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বেস্ট অফ ফাইভের টাইয়ে ২-১ এগিয়ে গেল। আর একটি ম্যাচ জিতলেই টাই জিতে ফাইনালে পৌঁছে যাবে ভারত।

Asian Games Live: সুতীর্থাদের পদক নিশ্চিত

চিনের চেন ওয়েং এবং ইয়দি ওয়েংয়ের বিরুদ্ধে বাংলার দুই কন্যা সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায় দুরন্ত পারফর্ম করে ভারতের জন্য পদক নিশ্চিত করে ফেললেন। ১১-৫, ১১-৫, ৫-১১, ১১-৯ স্কোরলাইনে ম্যাচ জিতলেন সুতীর্থারা। এই জয়ের ফলে দুই বঙ্গতনয়া সেমিফাইনালে পৌঁছে ভারতের জন্য অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেললেন। এটাই এশিয়ান গেমসে কোনও ভারতীয় মহিলা ডাবলস জুটির প্রথম পদক।

Asian Games 2022 Live: ব্যাডমিন্টন সেমিফাইনাল

পুরুষদের ব্যাডমিন্টন সেমিফাইনালে প্রথম সাত্ত্বিকরা প্রথম গেম ২১-১৩ জিতলেও, দ্বিতীয় গেমে হারতে হল। ম্যাচ গড়াল ফাইনাল গেমে।

Asian Games Live: প্রথম প্রয়াসে ৮০ কেজি

ভারোত্তোলনে বিন্দিয়ারানী দেবী স্ন্যাচের প্রথম প্রয়াসে ৮০ কেজি ওজন তুললেন।

Asian Games 2022 Live: প্রস্তুত নীরজ চোপড়া

এশিয়ান গেমসের জন্য প্রস্তুত নীরজ চোপড়া। চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার স্টেডিয়াম থেকে নিজের সেলফি পোস্ট করলেন।

Asian Games Live: আত্মবিশ্বাসী নিখাত জ়ারিন

কাজ শেষ হয়ে যায়নি। ১ অক্টোবর সোনা জয়ের লক্ষ্যে নামব। বক্সিংয়ের সেমিফাইনালে উঠে ঘোষণা নিখাত জ়ারিনের।

Asian Games Live: শট পাটে ব্রোঞ্জ জিতলেন ভারতের কিরণ বালিয়া

মহিলাদের শট পাটের ফাইনালে ১৭.৩৬ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতলেন ভারতের কিরণ বালিয়া।

Asian Games 22 Live: টেবিল টেনিসে শরথ কমল হেরে গেলেন

টেবিল টেনিসে শরথ কমল হেরে গেলেন চিনা তাইপের চি ইউয়ানের কাছে। শেষ ষোলো থেকে বিদায় নিলেন তিনি।


Asian Games Live: পঞ্চম স্থানে শেষ করলেন সজন প্রকাশ

সাঁতারে পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ১:৫৭.৪৪ সেকেন্ড সময় করে পঞ্চম স্থানে শেষ করলেন সজন প্রকাশ।

Asian Games 22 Live: স্কোয়াশের ফাইনালে ভারত

মালয়েশিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে স্কোয়াশে পুরুষদের দলগত বিভাগের ফাইনালে পৌঁছে গেল ভারত। সৌরভ ঘোষালদের সামনে এবার সোনা জেতার সুযোগ।

Asian Games Live: মহিলা হকিতে মালয়েশিয়াকে ৬-০ গোলে হারাল ভারত

মহিলা হকিতে মালয়েশিয়াকে ৬-০ গোলে হারাল ভারত। গোল করলেন মণিকা, দীপ গ্রেস এক্কা, নভনীত কৌর, নেহা, সঙ্গীতা ও লালরেমসিয়ামি।

Asian Games Live: পদক নিশ্চিত নিখাতের

বক্সিংয়ে মহিলাদের ৫০ কেজি বিভাগে জর্ডনের হানান নাসারকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছলেন নিখাত জ়ারিন। সেই সঙ্গে পদকও নিশ্চিত হয়ে গেল তাঁর।

Asia Cup 2022 Live: মহিলাদের হকিতে ৫-০ গোলে এগিয়ে রয়েছে ভারত

মহিলাদের হকিতে মালয়েশিয়ার বিরুদ্ধে হাফটাইমে ৫-০ গোলে এগিয়ে রয়েছে ভারত।

Asian Games Live: শ্যুটিংয়ে ব্যক্তিগত ইভেন্টে রুপো ঐশ্বর্যর

শ্যুটিংয়ে ফের পদক ভারতের ঝুলিতে। ব্যক্তিগত ইভেন্টে ৫০ মিটার এয়ার রাইফেল ৩ ইভেন্টে রুপো জিতলেন ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমার। 

Asian Games 2023: মোট ৩২ পদক ঝুলিতে ভারতের

এখনও পর্যন্ত ভারতের পদক সংখ্যা ৮টি সোনা, ১২টি রুপো এবং ১২টি ব্রোঞ্জ সহ ৩২টি পদক জিতেছে। পদক তালিকায় তারা চার নম্বরে। 

Asian Games Live: শ্যুটিংয়ে ব্য়ক্তিগত ইভেন্টে রুপো ঐশ্বর্যর

শ্যুটিংয়ে ফের পদক ভারতের ঝুলিতে। ব্যক্তিগত ইভেন্টে ৫০ মিটার এয়ার রাইফেল ৩ ইভেন্টে রুপো জিতলেন ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমার। 

Asian Games 2023: স্কোয়াশে ব্রোঞ্জ ভারতের মেয়েদের

স্কোয়াশের মহিলাদের দলগত ইভেন্টে ব্রোঞ্জ ভারতের। জোৎস্না চিনাপ্পা, তনভী খান্না, আনাহাত সিংহ, দীপিকা পাল্লিকাল কার্তিকরা হেরে গেলেন হংকংয়ের বিরুদ্ধে।

Asian Games Live: মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে রুপো ভারতের

মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে রুপো জয় ভারতের। এই দলের নেতৃত্বে ছিলেন এশা সিংহ। দলে ছিলেন পলক ও দিব্যা থাডিগল।

Asian Games 2023: ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা পলকের

মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন পলক। রুপো জিতেছেন এশা।

Asian Games Live: টেনিসে রুপো রামকুমার-মিনেনি জুটির

এশিয়ান গেমসে টেনিসে পুরুষদের ডাবলসে রুপো জিতলেন রামকুমার ও সাকেত মিনেনি জুটি। 

Asian Games 2023: মহিলাদের দলগত স্কোয়াশ ইভেন্টের সেমিফাইনালে নামছে ভারত

মহিলাদের দলগত স্কোয়াশ ইভেন্টের সেমিফাইনাল শুরু হতে চলেছে আর কিছুক্ষণ পরেই। ভারতীয় দলের হয়ে নামবেন জোৎস্না চিনাপ্পা, তানভী খান্না, আনাহাত সিংহ। 

Asian Games Live: শ্যুটিংয়ে ফের সোনা ভারতের

এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে শ্যুটিং থেকে পদক জিতলেন। ৫০ মিটার রাইফেল 3p পুরুষদের দলের ইভেন্টে পদক জয়। ভারত ১৭৬৯ পয়েন্ট নিয়ে সোনা জিতেছে। দলে ছিলেন ঐশ্বর্য প্রতাপ সিং তোমার, স্বপ্নিল সুরেশ কুসলে এবং অখিল শিওরান।

Asian Games 2023: স্বপ্নভঙ্গ প্রিয়াঙ্কার

মহিলাদের রেসওয়াকে পঞ্চম স্থানে শেষ করলেন প্রিয়াঙ্কা গোস্বামী। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে পদক জিতলেও হাংঝৌতে হতাশ করলেন প্রিয়াঙ্কা। 

Asian Games Live: ব্যাডমিন্টনে ফাইনালে নামছেন রামকুমার-মিনেনি জুটি

আজ এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে পদক আসার সম্ভাবনা। পুরুষদের ডাবলসে রামকুমার ও সাকেত জুটি নামতে চলেছেন। 

প্রেক্ষাপট

এশিয়ান গেমসে ভারতের সাফল্যের ধারা অব্যাহত। শুটিংয়ে ফের সোনা ভারতের (Gold Medal)। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে দেশকে সোনা এনে দিলেন সরবজোৎ সিংহ, অর্জুন সিংহ চেমা ও শিব নারওয়াল। এশিয়ান গেমসের মঞ্চে এটি ভারতের ষষ্ঠ সোনা। পাশাপাশি শুটিংয়ে ভারতের চতুর্থ সোনা। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে ১৭৩৪ পয়েন্ট স্কোর করে ঐতিহাসিক সোনা জেতে ভারতীয় দল। ফাইনালের মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে চিনকে মাত্র ১ পয়েন্টে টেক্কা দিয়ে যে বিভাগে এশিয়া সেরা হয় ভারতের ছেলেরা। এর আগে ১০ মিটার এয়ার রাইফেল, মহিলাদের ২৫ মিটার পিস্তল ও হিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে এসেছে সোনা।


কাজাখস্তানের জ়িবেক কুলামবায়েভা ও গ্রিগরি লোমাকিন জুটিকে স্ট্রেট গেমে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছন বোপান্নারা। প্রতিযোগিতার শেষ চারে পৌঁছে ভারতের জন্য অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেললেন বোপান্নারা। তাঁদের কাজাখ প্রতিপক্ষকে ৭-৫, ৬-৩ স্কোরলাইনে হারায় ভারতীয় জুটি। প্রথম সেটে জ়িবেকরা তাঁদের ভারতীয় প্রতিপক্ষদের কড়া টক্কর দেন। একসময় প্রথম সেটের স্কোর ছিল ৫-৫। কিন্তু সেই অবস্থাতেই রুতুজা ও রোহন নিজেদের খেলার মান বাড়িয়ে পরপর দুই পয়েন্ট জিতে সেট নিজেদের নামে করে ফেলে।


দ্বিতীয় সেটে কাজাখস্তানের প্রতিপক্ষরা বিরাট চাপে পড়ে যায়। সেই সুযোগেই ভারতীয় তারকারা তুলনামূলক সহজেই দ্বিতীয় সেট জিতে ম্যাচ নিজেদের নামে করে ফেলে।





অপরদিকে, পুরুষদের ডাবলসে রামকুমার রামানাথন (Ramkumar Ramanathan) ও সাকেত মায়নেনির (Saketh Myneni) ভারতীয় জুটিও পদক নিশ্চিত করে ফেলল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাই ব্রেকারে অনবদ্য পারফর্ম করে ডাবলসের ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় টেনিস জুটি। দক্ষিণ কোরিয়ার হং ও কোয়ানের জুটিকে ৬-১, ৬-৭ ও ১০-০ স্কোরে হারালেন রামানাথনারা। ফাইনালে পৌঁছনোয় ভারতীয় জুটির রুপোর পদক নিশ্চিত। ফাইনালে ইসারো প্রুছায়া ও জোনাস ম্যাক্সিমাস পারাপুলের মুখোমুখি হবেন রামানাথনরা।  





যদিও ফুটবলে স্বপ্নভঙ্গ হয়েছে। ১৯তম এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টার ফাইনালেই সুনীল ছেত্রীদের স্বপ্নভঙ্গ হল। সৌদি আরবের বিরুদ্ধে  হাড্ডাহাড্ডি লড়াইয়ের সত্ত্বেও ০-২ স্কোরলাইনে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল ভারতীয় ফুটবল দল। প্রথমার্ধে কিন্তু দুরন্ত রক্ষণের সুবাদে সৌদি আরবকে গোল করা থেকে রুখতে সক্ষম হয়েছিল ব্লু টাইগার্সরা। তবে শেষরক্ষা হল না।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.