মুম্বই: বিরাট কোহলির অফফর্মই ভারতীয় দলের চিন্তার কারণ। নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও শতরান আসেনি। এমনকী ২০১৯ সালের পর থেকে শতরান পাননি। যেই অপেক্ষা ক্রমেই বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের মূল চিন্তার কারণ বিরাটের অফফর্মে থাকা এমনই মনে করছেন প্রাক্তন পেসাকর অজিত আগরকর।


এক সাক্ষাৎকারে প্রাক্তন এই পেসার বলেন, ''শেষ পর্যন্ত আপনি তখনই সফল যখন আপনার দল সফল হয়। আপনি যদি জিততে না পারেন তবে আপনি যত দুর্দান্ত খেলোয়াড়ই হন না কেন তা বিবেচ্য হয় না। একটি দলে খেলা মজার নয়। বিরাট কোহলি যে ধরণের খেলোয়াড় তাতে তিনি দলের খুবই গুরুত্বপূর্ণ একজন, তবে এই মুহূর্তে তিনি তার সেরা ফর্মে নেই যা সত্য। যত তাড়াতাড়ি সম্ভব বিরাট কোহলিকে তার ফর্মে ফিরতে হবে, কারণ তিনি ছন্দে ফিরলে রোহিত শর্মার ঠিকঠাক কাজটা করতে পারবেন। বিরাট কোহলির ফর্ম আমার জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়, কিন্তু আমরা সবাই জানি সে কেমন খেলোয়াড়। তাই আশা করছি খুব শীঘ্রই সে তাঁর ফর্ম খুঁজে পাবে।''


বিরাট কোহলির অধিনায়ত্ব ইস্যুতে নানা মুনির নানা মত। টেস্টে বিরাট নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর আরো বেশি করে এই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। এক শোয়ে নিজের অধিনায়কত্ব ছাড়া নিয়ে কথা বলতে গিয়ে বিরাট বলেন, ''আমি মনে করি প্রথমে নিজের টার্গেট নিয়ে ভাবতে হবে। আমি কী করতে চাই, তার সম্পর্কে ধারণা রাখতে হবে। একজন ব্যাটার হিসেবে আমার মনে হয়েছে যে আমার দলকে আরো অনেক কিছুই দেওয়ার আছে। তাই সেদিকেই আপাতত ফোকাস আমার।''


এরপরই বিরাট আরো বলেন, ''আমার মনে হয় লিডার হওয়ার জন্য দলের অধিনায়ক হওয়ার কোনো দরকার নেই। যখন ধোনি দলে ছিল, তার মানে এমন নয় যে ওঁ লিডার ছিল না দলের। তখনও আমরা ধোনির থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতাম। জেতা-হারা আমাদের হাতে নেই। কিন্তু প্রতি মুহূর্তে আরো উন্নতি করে যাওয়াটা আমাদের হাতেই রয়েছে।''