Inter Kashi: ভারতীয় ফুটবলে ফিরল আতলেতিকো মাদ্রিদ, আরডিবির সঙ্গে হাত মিলিয়ে তৈরি হল ইন্টার কাশী
Indian Football: আতলেতিকো মাদ্রিদের তরফে অদূর ভবিষ্যতে অ্যাটলেটিকো দে ভারত নামক অ্যাকাডেমি খোলার কথা ঘোষণআ করা হয়েছে।
নয়াদিল্লি: ভারতীয় ফুটবলে ফিরল স্পেনের বিখ্যাত ক্লাব আতলেতিকো দে মাদ্রিদ (Atletico de Madrid)। অতীতে আতলেতিকো দে কলকাতা একাধিকবার আইএসএল খেতাব জিতেছে। তবে সেই সম্পর্কে ছেদ পড়েছে বেশ কিছুদিন আগেই। তবে ফের একবার ভারত তথা কলকাতার এক সংস্থার সঙ্গেই জুটি বাধল অ্যাটলেটি। কলকাতার আরডিবি গোষ্ঠী (RDB), আতলেতি, অ্যান্ডোরার লিগ চ্যাম্পিয়ন ইন্টার এস্কালেদল এবং এফসি অ্যান্ডোরা (FC Andorra) সম্মিলিতভাবে বারাণসীর প্রথম ফুটবল ক্লাব ইন্টার কাশী (Inter Kashi) প্রতিষ্ঠা করল।
সদ্যই এই নতুন ক্লাবের ঘোষণা করা হয়েছে। অ্যাটলেটিকোর তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'খুবই আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে আরডিবি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে ক্লাব আতলেতিকো দে মাদ্রিদ উত্তর প্রদেশের প্রথম জাতীয় স্তরের ক্লাব গঠন করার মাধ্যমে ভারতীয় ফুটবলে প্রত্যাবর্তন ঘটাল। একদম শূন্য থেকে ক্লাব তৈরি করাটা সবসময়ই কঠিন। কিন্তু আতলেতি মাদ্রিদ নিজেদের ১২০ বছরের অভিজ্ঞতা ও আরডিবি গ্রুপের সমর্থন কাজে লাগিয়ে সাফল্য লাভের চেষ্টা করবে।'
আতলেতিকোর তরফে জানানো হয় ক্লাব ইন্টার কাশী তৈরি গঠন এব ক্লাবের টেকনিক্যাল ও ফুটবল সংক্রান্ত বিষয় দেখাটা তাদের প্রাধান্য হলেও, ছোটদের জন্য পরিকাঠামো গঠন করা, অ্যাকাডেমি তৈরি করাটাও তাদের লক্ষ্য। 'ভারতীয় ফুটবলে দীর্ঘমেয়াদি, প্রভাবশালী পরিবর্তন ঘটানোর লক্ষ্যেই অ্যাটলেটিকো অদূর ভবিষ্যতে এদেশে আতলেতিকো দে ভারত নামক অ্যাকাডেমি খুলতে চলেছে। আমাদের উদ্দেশ্য হল আরও বেশি পরিমাণে প্রতিভাবান ফুটবলার তুলে আনা যারা নিয়মিত দেশের হয়ে খেলতে পারবেন।'
আতলেতিকো মাদ্রিদ কিন্তু একা নন, এই নতুন ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার জেরার্ড পিকেও। এফসি অ্যান্ডোরার অন্যতম কর্ণধার কিন্তু তিনিই। আসন্ন মরশুমে কর্পারেট এন্ট্রির মাধ্যমে সরাসরি আইলিগ খেলার আবেদন জানিয়েছে ইন্টার কাশী। ইতিমধ্যেই দলের কোচও নির্ধারিত হয়ে গিয়েছে। জামশেদপুর এফসির প্রাক্তন স্প্যানিশ কোচ কার্লোস স্যান্টামারিনার হাতে দলের রিমোট কন্ট্রোল তুলে দেওয়া হয়েছে। বর্তমান ১১টি দল আইলিগ খেলে। তবে বছরের শুরুর দিকেই ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে কর্পারেট এন্ট্রির মাধ্যমে ১২তম দল সংযোজনের কথা ঘোষণা করা হয়েছিল। সেই পদ্ধতিতেই আইলিগে খেলার স্বপ্ন দেখছে ইন্টার কাশী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?