সিডনি: অভিজ্ঞ ক্রিকেটার ইউনিস খান অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম এবং টেস্টে ৩৪ তম শতরান করেও পাকিস্তানকে লড়াইয়ে রাখতে পারলেন না। প্রথম দুটি টেস্ট জয়ের পর সিরিজের তৃতীয় টেস্টেও সুবিধাজনক অবস্থায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৩৮ রানের জবাবে তৃতীয় দিনের শেষে পাকিস্তানের রান ৮ উইকেটে ২৭১। ১৩৬ রানে অপরাজিত ইউনিস। তাঁর সঙ্গে ক্রিজে আছেন ইয়াসির শাহ (৫)।
ইউনিস ও আজহার আলি ভালই এগিয়ে যাচ্ছিলেন। তাঁদের জুটিতে ১৪৬ রান যোগ হয়। এরপর ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান আজহার। পাক অধিনায়ক মিসবা উল হক (১৮), আসাদ শফিক (৪), সরফরাজ আহমেদরা (১৮) বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ফলে এই টেস্টেও অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা যথেষ্ট। সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পথে পাকিস্তান।
ইউনিসের শতরান সত্ত্বেও এগিয়ে অস্ট্রেলিয়া
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jan 2017 07:00 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -