পারথ: চারটিমাত্র শব্দ। 'অল লাইভস আর ইক্যুয়াল'। আর তাতেই হইচই পড়ে গিয়েছে ক্রিকেটবিশ্বে। 


উসমান খাওয়াজার (Usman Khawaja) জুতোয় লেখা রয়েছে এই চার শব্দ। যা নিয়ে আপত্তি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (Cricket Australia) জানিয়ে দিয়েছে, এটা খাওয়াজার ব্যক্তিগত ভাবনা। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড মাঠে কোনও রাজনৈতিক বার্তা দিতে চায় না। দিচ্ছেও না।


পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে ওই জুতো পরে খেলতে পারবেন না খাওয়াজা, জানিয়ে দিয়েছে আইসিসি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করবেন বলে জানিয়েছেন খাওয়াজা। তাঁর জুতোয় রয়েছে আর এক বার্তাও। 'স্বাধীনতা মানুষের অধিকার।' কিন্তু মাঠে কোনও রাজনৈতিক বার্তা দিতে পারবেন না খাওয়াজা, জানিয়ে দিয়েছে আইসিসি। খাওয়াজা জানিয়ে দিয়েছেন, তিনি নিয়ম মেনেই চলবেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করবেন।


অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, খাওয়াজা টেস্টে ওই জুতো পরে খেলবেন না। তারপরই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপূর্ণ বার্তা দেন। বলেন, 'আমি কোনও রাজনৈতিক বার্তা দিচ্ছি না। আমার জুতোয় যা লেখা রয়েছে, তা রাজনৈতিক কিছু নয়। আমি কোনও পক্ষ নিচ্ছি না। আমার কাছে সব মানুষের জীবন সমান। একজন ইহুদি আর একজন মুসলিম বা একজন হিন্দু, সকলেরই সমান অধিকার রয়েছে। আমি শুধু তাদের কথা বলছি যাদের হয়ে বলার মতো কেউ নেই।'


বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ। তার আগের দিন প্র্যাক্টিসে ওই বিশেষ জুতো পরে নেমেছিলেন খাওয়াজা। তবে তাঁর সতীর্থ বা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে এ ব্যাপারে কিছু জানাননি তিনি। পরে অবশ্য সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের নজরে পড়ে জুতোজোড়া। তারপরই শুরু হয় বিতর্ক।


গাজা যুদ্ধের পর থেকেই গত কয়েক সপ্তাহে বারবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করতে দেখা যাচ্ছে খাওয়াজাকে। সোশ্যাল মিডিয়ায় খেলোয়াড়দের পোস্ট করা নিয়ে আইসিসি-র কোনও নিয়ম নেই। বিশ্বকাপের সময় গাজায় যুদ্ধের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ রিজওয়ান। কিন্তু তা নিয়ে তাঁর কোনও শাস্তি হয়নি।


তবে আন্তর্জাতিক ম্যাচে কোনও কথায় বা জার্সিতে কোনও চিহ্ন বা প্রতীক ব্যবহার করা নিয়েও যথেষ্ট কড়াকড়ি রয়েছে আইসিসি-র। ২০১৪ সালে 'সেভ গাজা' এবং 'ফ্রি প্যালেস্টাইন' লেখা রিস্টব্যান্ড পরে মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি। তাঁকে সেই রিস্টব্যান্ড খুলে নিতে বলেছিল আইসিসি।

 

খাওয়াজা বলেছেন, 'আইসিসি মনে করেছে এটা রাজনৈতিক বক্তব্য। তাই আমি এই জুতো পরে মাঠে নামতে পারব না। তবে আমার মনে হয় না এটা রাজনৈতিক বার্তা। এটা একটা মানবিক আবেদন। ওদের সিদ্ধান্ত আমি সম্মান করি, মেনেও নেব। তবে আমি অনুমোদনের জন্য লড়াই করে যাব।'

আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।