অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। এদিন অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিল বাবর আজমের দল। এদিন সকালের ম্যাচে নেদারল্যান্ডস হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। এরপরই পাকিস্তান ও বাংলাদেশের সামনে সুযোগ চলে এসেছিল শেষ চারে পৌঁছনোর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে বাজিমাত করল বাবরের দল। 


প্রথমে ব্যাট করে বাংলাদেশ


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। কিন্তু তাঁর সিদ্ধান্ত কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ওপেনে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। ২ জনে মিলে শুরুটা ভাল করেছিলেন। তবে লিটন ১০ রানে ফিরতেই চাপ বাড়তে থাকে। শান্ত ৪৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন ৭টি বাউন্ডারির সাহায্যে। তবে অন্যদিকে একের পর এক উইকেট পড়তে থাকে। ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠেন শাহিন আফ্রিদি। সৌম্য সরকার ২০ রান করে ফেরেন। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক শাকিব আল হাসান। লােয়ার অর্ডারে কেউই রান পাননি সেভাবে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৭ রান বোর্ডে তুলতে পারে বাংলাদেশ। শাহিন আফ্রিদি ৪ ওভারের স্পেলে ২২ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছিলেন।


জবাবে ব্য়াট করতে নেমে প্রথম ওভারেই মহম্মদ রিজওয়ানের ক্যাচ মিস করেন উইকেটকিপার নুরুল হাসান। এই ভুলের খেসারতই দিতে হয় গোটা দলকে। বাবর ও রিজওয়ান মিলে ওপেনে ৫৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। তাঁরা ২ জন ফিরে গেলে শান মাসুদ ও মহম্মদ হ্যারিস মিলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। 


নেদারল্যান্ডসের প্রোটিয়া বধ


এদিন প্রথমে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। নেদারল্যান্ডসের হয়ে ওপেনে নেমে মাইবার্গ ৩৭ রান করে ও ম্যাক্স ও ডড ২৯ রানের ইনিংস খেলেন। টম কুপার ৩৫ রানের ইনিংস খেলেন। অকারম্যান ২৬ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের ২০ ওভার শেষে রান হয় ৪ উইকেট হারিয়ে ১৫৮। 


জবাবে ব্য়াট করতে নেমে কুইন্টন ডি কক ১৩ ও অধিনায়ক তেম্বা বাভুমা ২০ রান করে ফিরে যান। রাইলি রসৌ ২৫ রান করেন। তবে দলের ২ প্রধান ব্যাটার মারক্রাম ও মিলার রান পাননি। ২ জনেই ১৭ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান বোর্ডে তুলতে পারে দক্ষিণ আফ্রিকা।