গাব্বা: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) জিম্বাবোয়ের বিরুদ্ধে এক চূড়ান্ত নাটকীয় ম্যাচ তিন রানের ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ (BAN vs ZIM)। ম্যাচের শেষ বল ঘিরেই যত নাটক। ম্যাচের শেষ বলে শেষ বলে জিম্বাবোয়ের জয়ের জন্য ৫ রানের প্রয়োজন ছিল। ব্লেসিং মুজারাবানি মোসাদ্দেক হোসেনের বলে এগিয়ে এসে ছক্কা মারতে গিয়ে স্টাপ আউট হন, বা সঠিকভাবে বলতে গেলে সবাই ভেবেছিলেন তিনি স্টাম্প আউট হয়েছেন। এমনকী খেলোয়াড়রা মাঠও ছেড়ে দিয়েছিলেন। কিন্তু নাটকীয়ভাবে সেই বলটিকে নো বল ডাকা হয়। 


নো বলের চাপ


বাংলাদেশ কিপার নুরুল হাসান উইকেট আগেই বল দস্তানাবদ্ধ করে স্টাম্প ভেঙে দেন। নিয়ম অনুযায়ী ব্যাটার রান নেওয়ার চেষ্টা না করলে বোলারের হাত থেকে বল ছাড়ার পর তা যতক্ষণ না উইকেটের পার করে, ততক্ষণ কিপার বল দস্তানাবদ্ধ করতে পারেন না। সেই কারণেই আম্পায়ার বলটিকে নো বল দেন এবং ফ্রি হিটেরও ঘোষণা করেন। এই গোটা পরিস্থিতি যে দলকে বিরাট চাপে ফেলে দিয়েছিল, তা অকপটে শিকার করে নেন দলের বাংলাদেশের বোলার তাসকিন আমেদ (Taskin Ahmed)। ম্যাচের পর সাক্ষাৎকারে তাসকিন বলেন, 'ওই শেষ বলটার (নো বল) পর আমরা ভীষণ চাপে ছিলাম। আমার জীবনে আমি প্রথমবার এমন ঘটনা ঘটতে দেখলাম।'


তবে নো বল এবং ফ্রি হিটে লাভের লাভ কিছুই হয়নি। মুজারাবানি ব্যাটে বলে সংযোগ ঘটাতেই পারেননি। ইনিংসের বৈধ শেষ বল সোজা নুরুলের হাতে চলে যায় এবং এবার তিনি উইকেটের বেশ কিছুটা পিছনে থেকে বল দস্তানাবদ্ধ করেন। তিন রানে ম্যাচে জিতে নেয় বাংলাদেশ। এই ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ৭১ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। তবে নির্ধারিত চার ওভারে মাত্র ১৯ রানের বিনিময়ে তিন উইকেট নেওয়া তাসকিনকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়। নিজের সাফল্যের জন্য দলের সতীর্থ এবং বোলিং কোচ অ্যালেন ডোনাল্ডকেই ধন্যবাদ জানাচ্ছেন বাংলাদেশি ফাস্ট বোলার।


সতীর্থ, কোচদের কৃতিত্ব


'প্রতি ম্যাচেই আমি আরও উন্নতি করার চেষ্টা করছি। দেশে তো মন্থর উইকেটে খেলি, কিন্তু এখানে শুরু থেকেই বল সুইং এবং সিম করছে। আমাদের দলের ফাস্ট বোলিং গ্রুপটা খুবই ভাল এবং এখানে সবাই কঠোর পরিশ্রমী। সকলেই সকলকে আরও উন্নতি করতে সাহায্য করে। আমাদের বোলিং কোচ (অ্যালেন ডোনাল্ড) এবং বাকি সাপোর্ট স্টাফরাও সকলেই সবসময় আমাদের সাহায্য করতে তৎপর থাকেন। আশা করছি আমাদের এই বোলিং গ্রুপটা আসন্ন দিনে আরও উন্নত করতে হবে।' মত তাসকিনের। এরপর বুধবার, ২ নভেম্বর ভারতের বিরুদ্ধে নিজেদের পরের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। 


আরও পড়ুন: কী কারণে নুরুল স্টাম্প করা সত্ত্বেও নট আউট হলেন জিম্বাবোয়ে ব্যাটার? কেন ডাকা হল নো বল?