চট্টগ্রাম: শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ফিল্ডিং করার সময় সতীর্থের সঙ্গে সংঘর্ষে গুরুতর চোট পেলেন বাংলাদেশের (Bangladesh vs Sri Lanka) ক্রিকেটার জাকের আলি অনিক (Jaker Ali )। তাঁকে আপদকালীন তৎপরতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 


সোমবার চট্টগ্রামের ম্যাচে জাকের আলি মাঠে ফিল্ডিং করতে নেমেছিলেন সৌম্য সরকারের বদলি হিসেবে। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন তিনি। একটি ক্যাচ ধরতে গিয়ে আঘাত পেয়েছেন এই অলরাউন্ডার। প্রথমে হাঁটুতে আঘাত পেয়েছেন মনে হলেও, পরে জানা যায় ঘাড়েও চোট পেয়েছেন ডাকের।


সৌম্য সরকারের বদলি হিসাবে শ্রীলঙ্কা ইনিংসের একেবারে শেষ দিকে মাঠে নামেন জাকের আলি অনিক। ইনিংসের শেষ ওভারে তাস্কিন আমেদের করা শেষ ওভারে বড় শট খেলতে গিয়েছিলেন শ্রীলঙ্কার প্রমোদ মাদুশন। শর্ট বলে ক্যাচ তুলেছিলেন তিনি। সেটি ধরতে গিয়ে সংঘর্ষে জড়ান এনামুল হক ও পরিবর্ত হিসাবে ফিল্ডিং করতে নামা জাকের। এনামুল অবশ্য ক্যাচটি হাতছাড়া করেননি। তিনি বল তালুবন্দি করতেই ৬ বলে ৩ রান করে ড্রেসিংরুমে ফিরে যাওয়া নিশ্চিত হয়ে যায় জাকেরের।


তবে জাকের একা নন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। জাকের ছাড়াও চোট পান মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। মুস্তাফিজুরের পেশিতে টান ধরেছে। হাঁটুতে চোট পেয়েছেন সৌম্য।


 






বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ইউনিটের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, 'মুস্তাফিজুরের পেশিতে টান ধরেছে। আশা করছি ঠিক হতে খুব একটা সময় লাগবে না ওর। তবে সৌম্য হাঁটুতে আঘাত পেয়েছে। সেরে উঠতে কতদিন লাগবে তা এখনই বলা যাচ্ছে না। আর জাকের আলি মাথায় ও গলায় আঘাত পেয়েছে। তাই আমরা কোনও ঝুঁকি না নিয়ে ওকে হাসপাতালে পাঠনোর সিদ্ধান্ত নিয়েছি।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: বিরাটই ব্রহ্মাস্ত্র, আকাশ ছুঁতে পারে আকাশ, স্পিন বিভাগ আইপিএলে কাঁটা আরসিবির