কলকাতা: স্বার্থের সংঘাতের ইস্যু। আর তাঁর জন্যই আইএসএল দল এটিকে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টরের সবরকম পদ থেকে সরে দাঁড়াচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই মুহূর্তে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ। তার ওপর আবার আইএসএলে এটিকে কলকাতার মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবার আইপএলেও দল কিনেছে। লখনউয়ের দলটির মালিকানা এবার সঞ্জীব গোয়েঙ্কার আরপি গ্রুপ। 


বিসিসিআই-র পক্ষ থেকে দরপত্র আহ্বানের পর মোট ২২ টি সংস্থার পক্ষ থেকে বিড করা হয়েছিল। যদিও কার্যত সেই অর্থে লড়াই চলেছে ৫-৬টি বিড ঘিরেই। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য ২ হাজার কোটি টাকা প্রারম্ভিক মূল্য দর চাওয়া হয়েছিল। এবার ফ্র্যাঞ্চাইজিদের দরপত্র জমা দেওয়ার থেকে সর্বোচ্চ তিনটি কোম্পানির কনসোর্টটিয়ামকেও ছাড় দেওয়া হয়েছিল। বিসিসিআই সূত্রের খবর, লখনউ ফ্র্যাঞ্চাইজির জন্য ৭ হাজার কোটি টাকার দরপত্র দিয়েছিল আরপিএসজি গ্রুপ। শেষ পর্যন্ত, দরপত্র নিয়ে কাটাছেঁড়ার পর দুই নতুন ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করা হয়। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, সিসিভি গ্রুপের দখলে আমদাবাদ ও সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপে দখলে লখনউ থেকে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি আইপিএলে খেলবে। 


এই পরিস্থিতিতে স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তাই আগে থেকেই এটিকে মোহনবাগানের যাবতীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ। এদিকে আইপিএলে নতুন দুটো দলের নাম ঘোষণার পরই, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় ক্রিকেটের অগ্রগতি নিয়ে খুশি গোপন করেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রেসিডেন্ট বলেছেন, 'ভারতীয় ক্রিকেটে যেভাবে এগিয়ে চলেছে তাতে আমরা দারুণ খুশি। আমাদের কাছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, সমৃদ্ধ করাটাই আমাদের কাজ।' আগামী মরসুমেই যোগ দিচ্ছে দুই নতুন ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ আইপিএল ২০২২-এ খেলবে ১০টি দল। মোট ৭৪টি ম্যাচ খেলা হবে। যার মধ্যে প্রত্যেকটি দল ৭টি করে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে।


আরও পড়ুন: ফ্রেঞ্চ ওপেনে স্ট্রেট সেটে জয় সিন্ধুর, চোট পেয়ে ম্যাচ ছাড়লেন সাইনা