হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) প্রথম দিনেই ভারতীয় অ্যাথলিটরা ইতিমধ্য়েই একাধিক পদক জিতে নিয়েছেন। দিনের শুরুটা হয় ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ের দলগত বিভাগে মেহুলি ঘোষদের (Mehuli Ghosh) রুপো জয় দিয়ে। এরপর রোয়িংয়ে একাধিক পদক জেতেন ভারতীয় অ্যাথলিটরা। ব্যক্তিগত বিভাগে মেহুলি পদক হাতছাড়া করলেও ব্রোঞ্জ জেতেন রমিতা জিন্দাল। দেশের পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করা অ্যাথলিটদের শুভেচ্ছায় ভাসালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।


মমতা নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'চিনের হাংঝৌতে চলতি ১৯তম এশিয়ান গেমসের প্রথম দিনটা দুরন্ত কাটল। ইতিমধ্যেই পাঁচ পদক জিতে নিয়েছে (ভারত)। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে রুপো জয়ের জন্য আমাদের বাংলার মেহুলি ঘোষ, আশি চকসি ও রমিতা জিন্দালকে অনেক অভিনন্দন। ভারতীয় সেনাবাহিনীর অঙ্গ অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিংহকে রোয়িংয়ের লাইটওয়েট ডাবলস স্কালসে রুপো জয়ের জন্যও অভিনন্দন। পাশাপাশি ব্যক্তিগত বিভাগে ১০ মিটার রাইফেলে ব্রোঞ্জ জয়ের জন্য রমিতা এবং বাবু লাল যাদব ও লেখ রামকে রোয়িংয়ে পুরুষদের জুটিতে ব্রোঞ্জ জয়েরও অভিনন্দন রইল। ভারতের পুরুষদের আট জনের দলও দেশের জন্য রুপো জিতেছে। তাঁদের জন্য শুভেচ্ছা। আপনাদের কঠোর পরিশ্রম এবং হার না মানা মানসিকতা আমাদের গর্বিত করে।'


 






ভারতের সামনে আরও পদক জয়ের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ভারতীয় মহিলা ক্রিকেট দল পদক জয় সুনিশ্চিত করে ফেলেছে। টুর্নামেন্টের সেমিফাইনালে পূজা বস্ত্রকারের বিধ্বংসী বোলিং স্পেলে বাংলাদেশে মাত্র ৫১ রানে অল আউট করে দেয় স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ভারতীয় দল। ৫২ রানের লক্ষ্য তাড়া করে জয়ের জন্য খুব একটা কসরত করার প্রয়োজন ছিল না। কসরত করতেও হয়নি। আট উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। জেমাইমা রডরিগেজ ২০ রানের অপরাজিত ইনিংসে দলের জয় সুনিশ্চিত করেন তিনি।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: মায়ানমারের মুখোমুখি ভারত, কীভাবে এশিয়ান গেমসের পরবর্তী রাউন্ডে পৌঁছতে পারেন ছেত্রীরা?