কলকাতা: ভয়াবহ ট্রেন ডাকাতির শিকার বাংলার জিমন্যাস্টিক্স দল। খেলো ইন্ডিয়ায় (Khelo India) অংশ নিতে কলকাতা থেকে অম্বালা যাচ্ছে ২৭ জনের বাংলা দল। মাঝপথে অমৃতসর মেলে মোকামা এবং পটনা শরিফের মধ্যে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। বাংলা দলের অনুমান, রাত আড়াইটে থেকে সাড়ে তিনটের মধ্যে এই ঘটনা ঘটেছে।


ঠিক কী হয়েছিল? ট্রেন যাত্রার ফাঁকেই মোবাইল ফোনে এবিপি লাইভকে বাংলা দলের সঙ্গে যাওয়া জিমন্যাস্টিক্সের আন্তর্জাতিক বিচারক অংশুমান বন্দ্যোপাধ্যায় বললেন, 'বাংলা দলের ম্যানেজার দিলীপ দাসের স্যুটকেশ খোয়া গিয়েছে। যাতে ছিল প্রতিযোগীদের প্রয়োজনীয় সমস্ত নথিপত্র। সঙ্গে এক লক্ষেরও বেশি নগদ টাকা, মোবাইল ফোন ও ক্রেডিট কার্ড। এছাড়া আমারও স্যুটকেস চুরি গিয়েছে।'


বাংলা শিবিরের অভিযোগ, রেল পুলিশ, টিটি বা রেলের অন্য কোনও আধিকারিক কোনও রকম সাহায্য করেননি। এখনও পর্যন্ত নেওয়া হয়নি এফআইআর। অংশুমান বলছেন, 'বিহারের মোঘলসরাই ও পটনা জিআরপি আমাদের সাহায্যের আশ্বাস দিয়েছিল। গোটা কামরার ভিডিও রেকর্ডিংও করে নিয়ে যান ওঁরা। কিন্তু সাহায্যের আশ্বাস দেওয়া হলেও এফআইআর নেওয়া হয়নি। কাল (পড়ুন শনিবার) ভোররাতে অম্বালা ক্যান্টনমেন্টে নামব। সেখানে এফআইআর করতে হবে আমাদের।'


অংশুমানের আক্ষেপ, '২৪ ঘণ্টা কেটে গেল। কোনও সহায়তা পেলাম না। বাংলা মহিলা দলের আন্তর্জাতিক বিচারক গোপা দাসের ফোন খোয়া গিয়েছে। তাঁর ফোনে রিং হলেও সেটার লোকেশন ট্র্যাক করার কোনও ব্যবস্থাই হল না। কোনও সুরাহা পেলাম না। ১৯ জন ছাত্রছাত্রী মিলিয়ে ২৭ জনের দল অথৈ জলে পড়েছি।'


চন্ডীগড়ে আয়োজিত খেলো ইন্ডিয়ায় বাংলার জিমনাস্টিক্স দল নামতে পারবে কি না, সেটা নিয়েই রয়েছে সংশয়। অম্বালায় পৌঁছে এফআইএর নেওয়ার কথা জানানো হয়েছে বাংলা দলকে।


বাংলা জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দেবাশিস রায় শুক্রবার সন্ধ্যায় ফোন করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আপাতত প্রশাসনিক স্তরে সাহায্যের অপেক্ষায় সফররত বাংলা দল।


খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে বরাবরই দুরন্ত সাফল্য বাংলার মহিলা দলের। এবার আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্সের জন্য বয়েজ ও গার্লস মিলিয়ে ২টি দল, রিদমিক জিমন্যাস্টিক্সের জন্য গার্লস দল পাঠাচ্ছে বাংলা। মোট ১৯ জন প্রতিযোগী-সহ ২৭ জনের দল যাচ্ছে অম্বালায়। ৪ জুন পৌঁছবে দল। ৫, ৬ ও ৭ তারিখ টুর্নামেন্ট হবে। ৮ তারিখ কলকাতার দিকরে রওনা দেওয়ার কথা দলের সকলের।


আরও পড়ুন: ময়দানের ২২ গজে অভিষেক ছেলে অগস্ত্যর, বেশি প্রচার চান না সতর্ক লক্ষ্মীরতন