নয়াদিল্লি: দাদা ব্যস্ত দেশের কর্তব্যপালনে। ক্রিকেট মাঠে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডে। কিন্তু রবিবার যে ছিল বিশেষ তিথি। রাখিবন্ধন উৎসব। বোনের কি হাত পা গুটিয়ে বসে থাকা চলে!
বসে থাকেননি ভাবনা কোহলি। ভার্চুয়ালি সেরেছেন রাখির বিধি। আর সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দুই দাদার সঙ্গে ছবি।
বিরাট ও বিকাশ কোহলির সঙ্গে ছবি পোস্ট করেছেন বোন ভাবনা কোহলি। সঙ্গে লিখেছেন, 'তোমরাই আমার কাছে গোটা পৃথিবী। আমি জানি সবসময় আমার পাশে রয়েছো।'
বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ জিততে মরিয়া। লর্ডসে দুর্দান্ত জয় হাসিলের মাধ্যমে ব্রিটিশদের বড়সড় ধাক্কা দিয়েছে টিম ইন্ডিয়া। ওই ম্যাচে দুই দলের খেলোয়াড়দের বাগযুদ্ধ ঘিরে এখনও উত্তাল ক্রিকেট বিশ্ব। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির মাঠে ও মাঠের বাইরের আগ্রাসান নিয়ে চর্চা চলছে নানা মহলে। ভারত অধিনায়ক দেশের ক্রিকেট ভক্তদের সমর্থন পেলেও তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। সে সব বিতর্কের উর্ধ্বে উঠে বিরাট কোহলির বোন ভাবনা কোহলি ধিংরার রাখির বার্তা ভাইরাল হয়েছে। আদ্যন্ত পরিবার পাগল বিরাট ক্রিকেট থেকে অবসর সময় পেলেই প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে চলে যান। মা, বোন ও ভাইয়ের জন্য নিবেদিত প্রাণ ভারত অধিনায়ক।
লর্ডসে ভারতীয় পেসারদের সামনে ইংরেজ ব্যাটিংয়ে থরহরিকম্প লেগে গিয়েছিল। ১৫১ রানে ম্যাচ হেরে বিরাট কোহলিদের বিরুদ্ধে সিরিজে ০-১ পিছিয়ে পড়েছেন জো রুটরা। পরিস্থিতি সামাল দিতে এবার ব্য়াটিং বিভাগকে মজবুত করায় জোর দিল ইংল্যান্ড। যার প্রথম পদক্ষেপ হিসাবে বাদ দেওয়া হল ডম সিবলিকে। তাঁর পরিবর্তে নেওয়া হল দাভিদ মালানকে।
ইংরেজ ওপেনার সিবলি ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। ইংল্যান্ডের হয়ে শেষ ১৫টি ইনিংসে মাত্র একবার ৩৫ রান পেরতে পেরেছেন। লর্ডসে দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ তিনি। যে কারণে তিন বছর পর টেস্ট দলে ফেরানো হয়েছে মালানকে। লিডস টেস্টে রোরি বার্নসের সঙ্গে ইংল্যান্ড ইনিংস ওপেন করতে পারেন মালানই।