বার্সেলোনা: ইউরোপের বুকে দাঁড়িয়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ। এবং সেটাও দলবদ্ধভাবে। গোটা একটা ফুটবল দল মাঠে নেমে পড়ল কালো জার্সি, কালো শর্ট-মোজা পরে। নজির গড়ল ব্রাজিল (Brazil Football Team) ফুটবল দল।


স্পেনের বার্সেলোনার এস্পানিওল স্টেডিয়ামে গিনির মুখোমুখি হয়েছিলেন সেলেকাওরা। ব্রাজিল মানেই হলুদ জার্সি। ফুটবল মাঠে হলুদ ঝড়। যে ফুটবলকে সাম্বার জাদু হিসাবে কুর্নিশ করেছে গোটা বিশ্ব। যে ম্যাজিক মন্ত্রমুগ্ধ করে দেয় আট থেকে আশিকে। অ্যাওয়ে জার্সিও রয়েছে ব্রাজিলের। নীল রংয়ের।


তবে শনিবারের ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রদের জার্সি দেখে চমকে উঠেছে বিশ্ব। কালো জার্সি। কালো শর্টপ্যান্ট। মায় মোজাও কালো। কেন রিচার্লিসনদের এমন কালো পোশাক? বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।







মে মাসে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ম্যাচ চলার সময় ২২ বছরের ভিনিসিয়াসকে লক্ষ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়। যা নিয়ে সরকারিভাবে অভিযোগও দায়ের হয়। জুন মাসের গোড়ার দিকে সাতজন দোষী সাব্যস্ত হয়। শাস্তির কবলেও পড়তে হয় তাদের। 


 






শনিবারের ম্যাচে ব্রাজিলের সঙ্গেই প্রতিবাদে সামিল হয়েছিল গিনিও। ম্যাচ শুরুর আগে একটি ব্যানারের সামনে ফটো সেশন করেন ফুটবলাররা। সেই ব্যানারে পর্তুগিজ ভাষায় লেখা ছিল, 'বর্ণবিদ্বেষ থাকলে কোনও খেলা নয়।'


 






তবে বিরতির পর নিজেদের বিখ্যাত হলুদ জার্সি পরেই মাঠে ফেরেন রিচার্লিসনরা। প্রথমার্ধে ব্রাজিলের হয়ে গোল করেছিলেন জোয়েলিনতন, রদ্রিগো। দ্বিতীয়ার্ধে গোল করেন মিলিচাও ও ভিনিসিয়াস জুনিয়র।