কলকাতা: স্থানীয় ক্রিকেটে শোরগোল ফেলে দিল রাম সেন (Ram Sen)।
সিএবির অম্বর রায় অনূর্ধ্ব-১৩ প্রতিযোগিতায় ৩২২ রান করে খিদিরপুর স্পোর্টিং ক্লাবের ওপেনার রাম সেন। যা সিএবির (CAB) জুনিয়র স্তরের প্রতিযোগিতায় রেকর্ড।
মাত্র ১৫১ বলে ৩২২ রান করেছে রাম। মারে ৫৬টি চার ও আটটি ছয়। মরসুমে আরও একটি ডাবল সেঞ্চুরি রয়েছে এই খুদে ব্যাটসম্যানের। বাংলার অনূর্ধ্ব-১৬ দলে তাকে নেওয়ার বিষয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে নির্বাচকদের মধ্যে।
প্রথমে ব্যাট করে খিদিরপুর তোলে ৪৫ ওভারে দুই উইকেটে ৫৫৬ রান। জবাবে বাসুদেবপুর সংগঠনি অলআউট ৩৯ রানে। বিশাল ব্যবধানে ম্যাচ জেতে খিদিরপুর। ছোটবেলা থেকে বাংলার প্রাক্তন ক্রিকেটার রাহুল দেবের কাছে ক্রিকেট শিখেছেন রাম। ছাত্রকে নিয়ে গর্বিত রাহুল। বলছিলেন, 'বাংলা ক্রিকেটে সম্পদ হয়ে উঠতে পারে রাম। অনেকটা পথ এখনও চলা বাকি। তবে উজ্জ্বল ওর ভবিষ্যৎ।'
ডানহাতি ওপেনিং ব্যাটার রাম লেগস্পিন বলও করে।
রিঙ্কুর অভিনব প্রস্তুতি
কলকাতা নাইট রাইডার্সের (KKR) সমর্থকেরা চায়ের আড্ডায় বলাবলি করছেন, ভাগ্যিস তিনি ছিলেন। তা নাহলে ভরাডুবি নিশ্চিত ছিল। কেউ আবার বলছেন, গলি থেকে রাজপথে উত্থানের এরকম দৃষ্টান্ত তরুণ প্রজন্মের কাছে উদাহরণ।
যশ দয়ালকে শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে আইপিএলের রূপকথায় জায়গা করে নিয়েছেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। এবার অনুশীলনেও অভিনবত্ব যোগ করলেন তিনি। কী সেই অভিনব প্রস্তুতি?
ইডেনে সোমবার পাঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। রবিবার সন্ধ্যায় কেকেআরের প্র্যাক্টিসের ফাঁকে দেখা গেল, হেলমেটে ক্যামেরা লাগিয়ে ব্যাট করছেন রিঙ্কু।
একটা সময় অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে দেখা যেত, হেলমেটে ক্যামেরা লাগিয়ে ব্যাট করছেন। আইপিএলে ডেকান চার্জাসের হয়ে খেলার সময়ও গিলক্রিস্টকে হেলমেটে ক্যামেরা লাগিয়ে ব্যাট করতে দেখা গিয়েছে। বিশেষজ্ঞরা বলেন, এতে নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখে আত্মবিশ্লেষণ অনেক ভাল করা যায়। ভুলত্রুটি শুধরে নেওয়া যায় দ্রুত। এবার গিলক্রিস্টের সেই দাওয়াই ব্যবহার করছেন রিঙ্কুও।