Chetan Sakariya: ব্যাট দিয়ে তলোয়ারবাজি! জাডেজাকে নকল করে দ্রুত আরোগ্য কামনা সাকারিয়ার, ভিডিও ভাইরাল
Ravindra Jadeja: কবে মাঠে ফিরবেন জাডেজা, তা নিয়ে চর্চা চলছে। এরই ফাঁকে অভিনব উপায়ে জাডেজার দ্রুত আরোগ্য কামনা করলেন চেতন সাকারিয়া।
নয়াদিল্লি: হাঁটুর চোটের জন্য তিনি এশিয়া কাপের মাঝপর্ব থেকে ছিটকে গিয়েছিলেন। পরে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারবেন না রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। যা ভারতীয় দলের কাছে বিরাট এক ধাক্কা মনে করা হচ্ছে।
কবে মাঠে ফিরবেন জাডেজা, তা নিয়ে চর্চা চলছে। এরই ফাঁকে অভিনব উপায়ে জাডেজার দ্রুত আরোগ্য কামনা করলেন চেতন সাকারিয়া। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে নজর কেড়েছিলেন পেসার সাকারিয়া। পরে তিনি ভারতীয় দলেও খেলেন। সাকারিয়া প্র্যাক্টিসের ফাঁকে ব্যাট হাতে তলোয়ারবাজি করেছেন। সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, 'কেউ যাতে জাড্ডুভাইয়ের অভাব টের না পান তাই... দ্রুত সুস্থ হয়ে ওঠো'।
কী এই তলোয়ারবাজি?
রাজপুতদের ঐতিহ্য। হাতে তরোয়াল নিয়ে কব্জির মোচড়ে সাঁই সাঁই করে ঘোরানো। জাডেজা যাতে সিদ্ধহস্ত। মাঠে নেমে হাফসেঞ্চুরি বা সেঞ্চুরির পর তিনি ব্যাট হাতেই শুরু করে দেন তলোয়ারবাজি। যা তাঁর ট্রেডমার্ক। ব্যাট নিয়ে সেই তলোয়ারবাজির নকল করে জাডেজার আরোগ্য প্রার্থনা করলেন সাকারিয়া।
In case you are missing jaddubhai 🤩😇🤺⚔️@imjadeja
— Chetan Sakariya (@Sakariya55) September 14, 2022
Here's wishing him a speedy recovery ❤️🩹💪 🦁 pic.twitter.com/HzBbSLk4uX
জাডেজার ইঙ্গিতপূর্ণ বার্তা
গত সপ্তাহের ওয়াকারের বদলে জাডেজার শেয়ার করা ছবিতে তাঁকে ক্রাচ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। অস্ত্রোপ্রচার হওয়া জাডেজার ডান হাঁটু মোটা ব্যান্ডেজে মোড়া রয়েছে। ছবির ক্যাপশনে জাডেজা লিখেছেন. 'ওয়ান স্টেপ অ্যাট এ টাইম।' অর্থাৎ তাড়াহুড়ো নয়, বরং ধীরে ধীরে এক পা করেই ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যের দিকে এগোতে আগ্রহী রবীন্দ্র জাডেজা। এখনও না হলেও, শ্রীঘ্রই তাঁর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার কথা। জাডেজার ভারতীয় দলে ফেরার দিকেই তাকিয়ে রয়েছে আপামোর ভারতীয় জনগণ।
সীমিত ওভারের ক্রিকেটে তিনি যে কোনও দলের সম্পদ হতে পারেন। বিগহিটার। চার-ছক্কায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বল হাতে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামাতে সিদ্ধহস্ত। টি-টোয়েন্টি ক্রিকেটে ওভার প্রতি খরচ করেন মোটে ৭ রান। পাশাপাশি ফিল্ডিংয়ে দুরন্ত।
মনে করা হচ্ছিল, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের তুরুপের তাস হতে পারেন। কিন্তু বিধি বাম। এশিয়া কাপ (Asia Cup) চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। দেশে ফিরে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। তখন থেকেই আশঙ্কা ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন তো জাডেজা?
সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেই দলে রাখা হয়নি বাঁহাতি অলরাউন্ডারকে। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, জাডেজার সেরে উঠতে সময় লাগবে। এখনই তাঁর মাঠে নামার সম্ভাবনা নেই।
আরও পড়ুন: বোর্ডে সৌরভদের মেয়াদবৃদ্ধি হতেই সিএবি-তে নির্বাচনী তোড়জোড়, প্রেসিডেন্ট কি স্নেহাশিস?