বার্মিংহাম: কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারতীয় পালোয়ানদের জয়জয়কার। কুস্তির বিভিন্ন বিভাগে ফাইনালে পৌঁছে গেলেন চার অ্যাথলিট। বজরঙ্গ পুনিয়া, দীপক পুনিয়া, সাক্ষী মালিক ও অংশু মালিক।
ফাইনালে চার
ইংল্যান্ডের জর্জ ব়্যামকে ১০-০ হারিয়ে পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে পৌঁছে গেলেন বজরঙ্গ। মহিলাদের ৫৭ কেজি ফ্রি স্টাইল বিভাগে শ্রীলঙ্কার নেথমি পোরুথোটেজকে ১০-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছেন অংশু মালিক। মহিলাদের ৬২ কেজি ফ্রি স্টাইল বিভাগের সেমিফাইনালে ক্যামেরনের ইটানি এনগোলে-কে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে ১০-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন সাক্ষী মালিক। পুরুষদের ৮৬ কেজি ফ্রি স্টাইল বিভাগের সেমিফাইনালে কানাডার অ্যালেকজান্ডার ম্যুরকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন দীপক পুনিয়াও। সোনা জেতার চেয়ে আর একটি করে ম্যাচ দূরে দাঁড়িয়ে রয়েছেন চার কুস্তিগীরই।
পালোয়ানদের দাপট
বার্মিংহামে ভারতীয় পালোয়ানদের দাপট চলছে। বজরঙ্গ পুনিয়ার পর নিজের নিজের বিভাগের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন দীপক পুনিয়া, সাক্ষী মালিক, অংশু মালিক (Anshu Malik) ও মোহিত গ্রেওয়াল। মহিলাদের ৫৭ কেজি ফ্রি স্টাইল বিভাগের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার ইরিনি সাইমেওনিডিসকে ১০-০ (টেকনিক্যাল সুপিরিওরিটি) হারিয়ে দেন অংশু। মহিলাদের ৬২ কেজি ফ্রি স্টাইল বিভাগের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কেলসি বার্নসকে ১০-০ (টেকনিক্যাল সুপিরিওরিটি) হারিয়ে দেন সাক্ষী মালিক। পুরুষদের ১২৫ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে গেলেন মোহিত গ্রেওয়াল। তিনি সাইপ্রাসের অ্যালেক্সিওস কউস্লিদিসকে হারিয়ে দিলেন। পুরুষদের ৮৬ কেজি ফ্রি স্টাইলের কোয়ার্টার ফাইনালে সিয়েরা লিওনের শেকু কাসেগবামাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছন দীপক পুনিয়াও। তবে হেরে গেলেন দিব্যা কাকরান।
এক মিনিটেই জয়
তার আগে পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগে মরিশাসের প্রতিপক্ষকে হেলায় হারান বজরঙ্গ। ম্যাচ চলল মাত্র এক মিনিট। এক মিনিটেরও কম সময়ে মরিশাসের জঁ গাইলিয়ানেকে হারান বজরঙ্গ। তাঁকে ঘিরে পদকের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে ভারতীয় শিবির।
কুস্তিতে ভারতের অভিযান শুরু হল শুক্রবার। আর প্রথম দিনই কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারতের পালোয়ানরা প্রমাণ করলেন, কেন তাঁদের পদক জয়ের অন্যতম দাবিদার বলা হচ্ছে।
কুস্তিতে প্রথম ম্যাচেও দাপট দেখিয়ে জিতেছিলেন বজরঙ্গ পুনিয়া (Bajrang Punia)। পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে ২ মিনিটেরও কম সময়ে জয়ী হন তিনি। নাওরাওয়ের লো বিংহামকে নাস্তনাবুদ করে হারান তিনি। গতবারও এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন বজরঙ্গ। প্রথম এক মিনিট প্রতিপক্ষকে জরিপ করেন। তারপরই তাঁকে প্যাঁচে ম্যাটে ফেল দেন। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ী, মরিশাসের জঁ গাইলিয়ানে। কিন্তু তাঁকেও ধারাশায়ী করে জয় ছিনিয়ে নিলেন বজরঙ্গ।
আরও পড়ুন: কমনওয়েলথে ইতিহাস, প্রথম প্যারা টিটি তারকা হিসাবে পদক নিশ্চিত ভাবিনার