বার্মিংহাম: টোকিও অলিম্পিক্স ভারতীয় পুরুষ ও মহিলা, উভয় হকি দলেরই পুনরুত্থানের সাক্ষী ছিল। সেই ধারা অব্যাহত রইল বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022)। ২০০৬ সালে মেলবোর্নে রুপো জয়ের ১৬ বছর পর ভারতীয় মহিলা হকি (Indian women hockey team) দল আবারও পদক জিতল।


টাই ব্রেকারে জয়


রবিবার (৭ অগাস্ট) ব্রোঞ্জ মেডেল ম্যাচে নিউজিল্যান্ডকে টাই ব্রেকারে ২-১ হারাল ভারতীয় দল। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাই ব্রেকারে হেরেই গোল্ড জেতার স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় দলের। এদিন সেই টাই ব্রেকারে জিতেই আসল সোনা। সাধারণত যেমনটা হয়ে থাকে, ভারতের হয়ে অসাধারণ পারফর্ম করলেন দলের গোলকিপার তথা অধিনায়িকা সবিতা পুনিয়া (Savita Punia)। তাঁর দৌলতেই এবার আর কমনওয়েলথ থেকে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে না ভারতের মহিলা হকি দলকে।


ম্যাচে ভারতের হয়ে ২৯ মিনিটে গোলটি সালিমা টেটে। সেকেন্ড পোস্টে দুর্দান্ত এক রান নিয়ে তিনি সহজ ট্যাপ ইনে গোল করে দলকে এগিয়ে দেন। তবে এগিয়ে গেলেও এদিন ভারতীয় দল কেবল এক গোলের সুরক্ষা নিয়ে ডিফেন্ড করতে একেবারেই আগ্রহী ছিল না। বরং তারা কিউয়িদের বিরুদ্ধে আক্রমণ শানাতে থাকেন। এমনকী ম্য়াচের পাঁচ মিনিট বাকি থাকার সময়ও তারা আক্রমণ গড়ে তোলার চেষ্টা করে। তবে আক্রমণের পাশাপাশি গোটা ম্যাচ জুড়ে দারুণ ডিফেন্ডও করে সবিতার নেতৃত্বাধীন দল।


নিউজিল্যান্ডও হাল ছাড়েনি, তারাও সেয়ানে সেয়ানে টক্কর দেয় ভারতকে। তৃতীয় কোয়ার্টার তারা ভারতের জালে বল জড়িয়ে দিলেও তা বাতিল করা হয়। তবে শেষে দুই মিনিটে লালরেমসিয়ামি হলুদ কার্ড দেখায় ভারত ১০ জনে নেমে যায়। এই সুযোগেই নিউজিল্যান্ড গোল করে ম্যাচে সমতা ফেরায়। ঘড়ির কাঁটায় ২৮.৫ সেকেন্ড বাকি থাকতে পেনাল্টি কর্নার পায় কিউয়িরা।  সেখান থেকে গোলের সামনে নবনীত পায়ে বল লাগায় পেনাল্টি স্ট্রোক পায় কিউয়িরা। ঘড়িতে মাত্র ১৮.৫ সেকেন্ড বাকি থাকা অবস্থায় সেই পেনাল্টি স্ট্রোক থেকে অলিভিয়া মেরি গোল করে ম্যাচ টাই ব্রেকারে নিয়ে যান।  


দুর্দান্ত সবিতা


নির্ধারিত সময়ে খেলা ১-১ শেষ হওয়ার পর, তা গড়ায় টাই ব্রেকারে। ভারতীয় দলের হয়ে সবিতা কুমারি প্রথম প্রয়াসেই ব্যর্থ হওয়ার পরও দুর্দান্ত কামব্যাকে ম্য়াচ জেতে ভারত। সৌজন্যে সবিতা। শুট আউটে তিনি দুইটি শট সেভ করেন, এক কিউয়ি খেলোয়াড়কে তাঁর শটে বাইরে মারতে বাধ্য করেন এবং আরেক খেলোয়াড় যেন নির্ধারিত আট সেকেন্ডের মধ্যে নিজের শট না নিতে পারেন, তা নিশ্চিত করেন। 


আরও পড়ুন: