বার্মিংহাম: কমনওয়েলথ গেমসের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের অনেকটা সময় দাপট দেখিয়েও পরাজিত হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। তবে পাকিস্তানের বিরুদ্ধে একেবারে দাপুটে পারফর্ম করলেন ভারতীয় বোলাররা।
১৮ ওভারের ম্যাচ
এদিন বৃষ্টির জন্য এজবাস্টনে দেরিতে শুরু হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মহিলা দলের ম্যাচ। গত ম্যাচে বার্বাডোজের বিরুদ্ধে হারের পর, ভাগ্য বদলের আশায় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়িকা বিসমাহ মারুফ। প্রায় দেড় ঘণ্টা পরে ম্যাচ শুরু হওয়ায় তা ২০ ওভারের বদলে ১৮ ওভারে অনুষ্ঠিত হয়। মেঘলা পরিবেশ এবং কয়েক পশলার বৃষ্টির মধ্যে বল করাটা ভারতীয় বোলাররা কিন্তু বেশ উপভোগই করেন।
ম্যাচের দ্বিতীয় ওভারেই মেঘনা সিংহ ইরাম জাভেদকে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন। তবে মন্থর গতিতে হলেও অধিনায়িকা বিসমা ও মুনিবা দলের ইনিংসকে সামলানোর চেষ্টা করেন। দ্বিতীয় উইকেটে দুইজনে মিলে ৫০ রান যোগও করেন। তবে তারপরেই হার্লিন দেওলের পরিবর্তে এই ম্যাচে সুযোগ পাওয়া স্নেহ রানা বিসমাকে সাজঘরের রাস্তা দেখান। ওই একই ওভারে সেট মুনিবাকেও ফেরান স্নেহ। তিনি ৩২ রানে আউট হন। ম্যাচের রাশ ভারতের দখলে চলে আসে।
তিন রানে পাঁচ উইকেট
মিডল ওভারগুলিতে পাকিস্তান ব্যাটাররা রানের গতি বাড়াতে সম্পূর্ণ ব্যর্থ হন। ভারতীয় স্পিনার দীপ্তি শর্মা, রাধা যাদবরা সম্পূর্ণরূপে পাকিস্তান ব্যাটারদের আটকে রাখেন। এমনকী শেফালি ভার্মাও বল হাতে দুই ওভারে আট রানের বিনিময়ে এক উইকেট পান। রাধা তিন ওভার হাত ঘুরিয়ে দুই উইকেট নেন। দীপ্তি উইকেট না পেলেও তিন ওভারে মাত্র ১৭ রান খরচ করেন।
শেষের দিকে চাপে পড়ে রানের গতি বাড়ানোর লক্ষ্যে ব্যাট চালাতে শুরু করেন পাক ব্যাটাররা। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। বরং, তিন রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ৯৯ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যটা খুব একটা কঠিন নয়।