কুইয়াবা: আর্জেন্তিনার হয়ে রেকর্ড গড়ার দিন মাঠে ফুটবল পায়ে ফুল ফোটালেন লিওনেল মেসি (Lionel Messi)।
কোপা আমেরিকায় (Copa America) বলিভিয়ার বিরুদ্ধে জোড়া গোল করলেন আর্জেন্তিনার (Argentina) অধিনায়ক। আর সাজিয়ে দিলেন দুটি গোলের বল। বলিভিয়াকে ৪-১ গোলে চূর্ণ করল লিওনেল স্কালোনির দল। ম্যাচের সেরা হয়েছেন মেসি।
মঙ্গলবার ভারতীয় সময় ভোরের ম্যাচে নীল-সাদা জার্সিতে রেকর্ড গড়লেন মেসি। দেশের হয়ে তিনি ১৪৮টি ম্যাচ খেলে ফেললেন। ভেঙে দিলেন হাভিয়ার মাসচেরানোর নজির। মাসচেরানো আর্জেন্তিনার হয়ে ১৪৭টি ম্যাচ খেলেছিলেন। যা এতদিন পর্যন্ত লা আলবিসেলেস্তেদের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার নজির ছিল। মঙ্গলবার সেই রেকর্ড মেসির নামে পাশে জ্বলজ্বল করছে।
কোপা আমেরিকার গ্রুপ পর্বে ২টি ম্যাচ জিতে আর একটি ড্র করে আগেই নক আউটের টিকিট নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্তিনা। মঙ্গলবার বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল কার্যত নিয়মরক্ষার। তবে ম্যাচটির তাৎপর্য ছিল অন্য দুই জায়গায়। এক, রেকর্ডের সামনে দাঁড়িয়েছিলেন মেসি। আর দুই, বলিভিয়ার বিরুদ্ধে অনেক সময় হোঁচট খেয়েছে আর্জেন্তিনা। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে ৪-১ গোলে দুরমুশ করল আর্জেন্তিনা। গ্রুপ এ-র শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে গেল স্কালোনির দল।
ম্যাচে শুরু থেকেই দাপট ছিল আর্জেন্তিনার। কিক অফের ৬ মিনিটের মাথায় বলিভিয়া বক্সে আক্রমণ করে আর্জেন্তিনা। বক্সের ঠিক বাইরে ডানদিক থেকে মেসিকে বল বাড়ান অ্যাঙ্খেল কোরেয়া। মেসি বল ধরে অনবদ্য একটি টার্ন করেন। তাতেই বিপাকে পড়ে যান বলিভিয়ার ডিফেন্ডাররা। কেউ বুঝতেই পারেননি ওখানে ওরকম একটি টার্ন নেবেন মেসি। আর্জেন্তিনার অধিনায়ক বল বাড়ান বক্সের বাঁদিকে ঢুকে পড়া আলেজ়ান্দ্রো (পাপু) গোমেজ়কে। বাঁ পায়ের ভলিতে গোল করেন পাপু। আর্জেন্তিনা ১-০ এগিয়ে যায়।
৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। আর্জেন্তিনা ২-০ এগিয়ে যায় ম্যাচে।
মেসি ম্যাজিকের অবশ্য সেখানেই শেষ নয়। ৪২ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে মেসির উদ্দেশে বল বাড়ান সের্খিও আগুয়েরো। সেই বল ধরে গতিতে বিপক্ষ ডিফেন্ডারদের পিছনে ফেলে বাঁ পায়ের হাওয়ায় ভাসানো শটে বলিভিয়া গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন মেসি। বিরতির আগেই ৩-০ এগিয়ে যায় আর্জেন্তিনা।
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে খেলার গতির বিরুদ্ধে গোল করে ৩-১ করেন বলিভিয়ার আরউইন স্যাভেন্দ্রা। তবে আর্জেন্তিনার হয়ে ব্যবধান বাড়ান লউতারো মার্তিনেজ়। এই গোলের কারিগরও মেসি। ৬৫ মিনিটের মাথায় মেসি বলিভিয়া বক্সের বাঁদিকে আকুনাকে বল বাড়ান। আকুনার শট গোলকিপার প্রতিহত করলে গোল লক্ষ্য করে ফের একটি শট উড়ে যায়। সেই শটও আটকে দিলে ফিরতে বলে গোল করেন মার্তিনেজ়।
এই জয়ের ফলে গ্রুপ এ-র শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে গেল আর্জেন্তিনা। শেষ আটে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর।