নয়াদিল্লি: দেশজুড়ে করোনা পরিস্থিতি আবার উদ্বেগ তৈরি করছে। প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এবার তাই এই পরিস্থিতিতে খেলোয়াড়দের সুরক্ষার কথা ভেবে ট্রেনিং সেন্টারগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। দেশজুড়ে মোট ৬৭টি সেন্টার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। দেশের মাটিতে যাবতীয় খেলা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারি মাসে ভারতে খেলতে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। আর তাই কোভিড ইস্যুকে মাথায় রেখে ভেন্যুর সংখ্যা কমিয়ে আনা হতে পারে। তেমনই ভাবনাচিন্তা করছে বিসিসিআই। যদিও এখনও অফিসিয়ালি কিছু বলা হয়নি। বিসিসিআইয়ের তরফে আইপিএলের জন্যও ভাবনা চিন্তা করা হচ্ছে। সেক্ষেত্রে আগামী মরসুমে পুরো টুর্নামেন্টই মহারাষ্ট্রে আয়োজনের চিন্তাভাবনা রয়েছে বোর্ডের।সূত্রের খবর, বোর্ডের তরফে তিনটি ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে। সেগুলো হল ওয়াংখেড়ে, ব্রেবোর্ন স্টেডিয়াম ও ডিওয়াই পাটিল স্টেডিয়াম। 


এদিকে, ঝড়ের গতিতে বাড়ছে দৈনিক আক্রান্তর সংখ্যা। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের  পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২। গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় ১২ শতাংশ।  দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৫৭ লক্ষ ৭ হাজার ৭২৭। এদিনের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৪৬। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে মৃতের সংখ্যা ছিল ৩২৭। সবমিলিয়ে দেশে করোনা মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৮৩ হাজার ৯৩৬।  দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা অর্থাৎ এই মুহূর্তে চিকিৎসাধীনের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লক্ষ ২৩ হাজার ৬১৯। এরইমধ্যে করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ১৭২।