দেহরাদূণ: ভারতীয় ক্রিকেটে চাঞ্চল্য়কর অভিযোগ। উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Cricket Association of Uttarakhand) সচিব মাহিম ভার্মা, দলের প্রধান কোচ মনীশ ঝা ও মুখপাত্র সঞ্জয় গুসাইনের বিরুদ্ধে দেহরাদূণের বসন্ত বিহার পুলিশ স্টেশনে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। এই তিনজনের বিরুদ্ধে এক অনুর্ধ্ব-১৯ ক্রিকেটারের থেকে টাকা আদায় ও তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে।


বিজয় হাজারে চলাকালীন প্রাণনাশের হুমকি


ওই অনুর্ধ্ব-১৯ ক্রিকেটারের বাবা বীরেন্দ্র শেঠ অভিযোগ জানিয়ে দাবি করেছেন ঝা, দলের ম্যানেজার নবনীত মিশ্র এবং দলের ভিডিয়ো অ্যানালিস্ট পীযূষ রঘুবংশী তার ছেলেকে গত বছরের বিজয় হাজারে ট্রফি চলাকালীন প্রাণনাশের হুমকি দেন। দেহরাদূণের এসএসপি জন্ময়জয় খান্দুরি ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন জানিয়েছেন, 'বিগত তিন দিন ধরে আমরা মাহিম ভার্মা, মণীশ ঝা এবং সঞ্জয় গুসাইনকে ফোন করে জিজ্ঞাসাবাদ করছি। আমরা ওদের বয়ান নিয়েছি এবং প্রয়োজনে আবারও ওদের সঙ্গে কথা বলব।'


রঞ্জি কোয়ার্টার ফাইনালে দেওয়া হয়নি খাবার


এই প্রথম নয়, বেশ কয়েকদিন ধরেই আর্থিক তছরুপ (Cricket Association of Uttarakhand Corruption) এবং খেলোয়াড়দের ঠিকঠাক পরিষেবা না দেওয়ার জন্য শিরোনামে উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন। উত্তরাখণ্ড রঞ্জি দলের সদস্য রবিন বিস্ত (Robin Bist) জানান ২০২১-২২ মরসুমের রঞ্জি কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের সময় দলের ম্যানেজার খেলোয়াড়দের নিজে থেকে খাবার অর্ডার করার জন্য বলেন। এই বিষয়ে বলতে গিয়ে বিস্ত জানান, 'আমরা টিম হোটেলে ফিরে যখন লাঞ্চ করতে যাই, তখন হোটেলের কর্মীরা আমাদের জানান যে তাদের নাকি আমাদের খাবার না দেওয়ার জন্য বলা হয়েছে। আমরা দলের ম্যানেজারকে ফোন করলে উনি আমাদের খাবার অর্ডার করে নেওয়ার কথা বলেন। উপরন্তু বলেন একদিন না খেয়ে থাকলে আমরা মরে যাব না।'


বিস্ত আরও জানান যে কোয়ার্টার ফাইনাল শেষে দিল্লিতে পৌঁছে যখন দলের সকলে উত্তরাখণ্ড ফেরার জন্য টিম বাসের খোঁজ করেন, তখন তাদের বলা হয় তারা যেন নিজেরাই 'ক্য়াব' বুক করে চলে যায়। দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়েই উত্তরাখণ্ড বোর্ড সমস্ত দায়িত্ব ঝেড়ে ফেলে। উত্তরাখণ্ডের এমএলএ উমেশ কুমারও উত্তরাখণ্ড বোর্ডের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ আনেন। তিনি দাবি করেন যেখানে করোনার পূর্বে বোর্ডের প্রফেশনাল ফি ২.৭৫ কোটি টাকা ছিল, সেখানে করোনাকালে তা বেড়ে ৬.৫ কোটিতে গিয়ে ঠেকে। সব মিলিয়ে উত্তরাখণ্ড বোর্ডকে ঘিরে উত্তাল ভারতীয় ক্রিকেটের অন্দরমহল। 


আরও পডুন: ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ২০ বছর পূর্তি, ব্রিটিশ পার্লামেন্ট সংবর্ধিত সৌরভ