লন্ডন: ২০২৮-এ অলিম্পিকসে দেখা যেতে পারে ক্রিকেট।লস অ্যাঞ্জেলেস গেমসের ক্রীড়াসূচিতে ক্রিকেটকে অংশ করতে সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছে আইসিসি। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি চেয়ারম্যান মাইক গ্যাটিং এ কথা জানিয়েছেন।
বিসিসিআই সম্প্রতি ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)-র আওতায় এসেছে। এটি আন্তর্জাতিক অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) কর্তৃক স্বীকৃত সংস্থা। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিসিসিআই-এর এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ, সমস্ত ক্রীড়া ফেডারেশনগুলির ডোপিং নীতি ওয়াডার নজরদারিতে থাকা বাধ্যতামূলক।
ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান গ্যাটিং জানিয়েছেন যে, আইসিসি-র নয়া চিফ এক্সিকিউটিভ মানু সহনেই এমসিসি ক্রিকেট কমিটিকে বলেছেন যে, বিশ্বের বৃহত্তর ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে অন্তর্ভূক্ত করার বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে অগ্রগতি হয়েছে।
গ্যাটিং বলেছেন, আমরা মানু সহনেইয়ের সঙ্গে কথা বলেছিলাম। ২০২৮-এ অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভূক্তি নিয়ে তিনি খুবই আশাবাদী। এই মুহূর্তে তাঁরা বিষয়টি নিয়ে চেষ্টা চালাচ্ছেন। আর এমনটা হলে তা ক্রিকেটের পক্ষে তা হবে দুর্দান্ত ঘটনা।
চলতি বছরের গোড়ায় ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরও অলিম্পিকের ক্রীড়া তালিকায় ক্রিকেটের অন্তর্ভূক্তির পক্ষে সওয়াল করেছিলেন।
গ্যাটিং বলেছেন, সবচেয়ে ভালো ব্যাপার এটা এক মাসের নয়, দুই সপ্তাহের বিষয়। প্রথমবার অন্তর্ভূক্ত হওয়ার পর প্রতি চার বছরের দুই সপ্তাহের সূচীতে একেবারেই কোনও সমস্যার নয়।
গ্যাটিং আরও বলেছেন, এ ব্যাপারে আগামী দেড় বছর খুবই গুরুত্বপূর্ণ। একটা সমস্যা দূর হয়েছে। বিসিসিআই নাডা-র সঙ্গে কাজ করছে। এর আগে যা ছিল না। এই বিষয়টি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, অলিম্পিকসের জন্য আবেদন করার ক্ষেত্রে এটা প্রয়োজন।
২০২৮-র অলিম্পিকে অন্তর্ভূক্ত হতে পারে ক্রিকেট, জানালেন এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি চেয়ারম্যান মাইক গ্যাটিং
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Aug 2019 01:55 PM (IST)
২০২৮-এ অলিম্পিকসে দেখা যেতে পারে ক্রিকেট।লস অ্যাঞ্জেলেস গেমসের ক্রীড়াসূচিতে ক্রিকেটকে অংশ করতে সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছে আইসিসি। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি চেয়ারম্যান মাইক গ্যাটিং এ কথা জানিয়েছেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -