নিউ ইয়র্ক: মাত্র কয়েক ঘণ্টা আগেই বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা খেলে গিয়েছেন। তার ২৪ ঘণ্টাও কাটল না। ভারত-যুক্তরাষ্ট্র বিশ্বকাপ (T20 World Cup 2024) ম্যাচ শেষের পরপরই শুরু হয়ে গেল নাসাউ ক্রিকেট স্টেডিয়াম (Nassau county stadium) গুঁড়িয়ে ফেলার কাজ।


ইস্টার্ন নিউ ইয়র্ক সিটিতে এক পার্কে বিশ্বকাপ আয়োজনের জন্যই অস্থায়ীভাবে ৭৫ দিনেই নাসাউ ক্রিকেট স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল। তৈরি করতে খরচ হয়ছিল ৩০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় অঙ্ক কষলে যা দাঁড়ায় প্রায় ২৫০ কোটি টাকা। ৩৪ হাজার দর্শকধারী এই স্টেডিয়ামেই আয়োজিত হয়েছিল ভারত বনাম পাকিস্তানের মহাদ্বৈরথ। মোট আটটি ম্যাচ খেলা হয় এই নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। এর মধ্যে ভারতই তিনটি ম্যাচ খেলে। তবে ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচটিই ছিল এই স্টেডিয়ামে আয়োজিত শেষ ম্যাচ।


সেই ম্যাচ শেষেই শুরু হয়ে গেল অস্থায়ী এই স্টেডিয়াম ভাঙার কাজ। খবর অনুযায়ী সাত সাতটি বুলডোজ়ার স্টেডিয়ামটি ভেঙে ফেলার জন্য কাজে লেগে পড়েছে। মাস দু'য়েকের মধ্যে পুরোপুরি ভেঙে ফেলা হবে। আইসিসির তরফে এএনআইকে এক আধিকারিক এই বিষয়ে জানিয়ে বলেন যে গোটা স্টেডিয়ামটি ভেঙে ফেলা হবে। তবে মাঠ এবং পিচটি অক্ষতই রাখা হবে, যাতে স্থানীয়রা সেটি ব্যবহার করতে পারেন। সেই মতোই স্টেডিয়াম ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। এএনআই-র তরফে বুলডোজ়ার দিয়ে স্টেডিয়াম ভাঙার প্রক্রিয়া শুরু করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।


 






যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসারের জন্য নিউ ইয়র্কের মতো শহরের মধ্যভাগে তৈরি এই স্টেডিয়ামটি আমেরিকান জনগণের মধ্যে এই খেলা নিয়ে আগ্রহ তৈরি করার কাজে লাগবে বলেই আশাবাদী ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কেকেআরের হয়ে সুযোগই পাননি, সেই রাদারফোর্ডের ব্যাটে ভর করেই বিশ্বকাপের সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ়