মোহালি: সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে ঝড় তুলেছেন ব্যাটে। ওপেনে নেমে ট্রাভিস হেডের সঙ্গে জুটি বেঁধে একের পর এক বিস্ফোরক ইনিংস। অনেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অভিষেককে অন্তর্ভূক্ত করার দাবি তুলেছিলেন। এবার আইপিএলের ফর্ম ধরে রেখে ক্লাব ক্রিকেটেও বিধ্বংসী ব্যাটিংয়ের নমুনা রাখলেন পাঞ্জাবের এই বাঁহাতি ব্যাটার। মাত্র ২৬ বলে ১০৩ রানের ঝোড়ো ইনিংস। নিজের ইনিংসে ১৪টি পেল্লাই ছক্কা হাঁকালেন বাঁহাতি তারকা। ৪টি বাউন্ডারিও হাঁকালেন।


গত আইপিএলে চারশোর বেশি রান ঝুলিতে পুরেছিলেন অভিষেক। স্ট্রাইক রেট ছিল দুশোর ওপর। একটি ফ্রেন্ডলি ক্লাব ক্রিকেটের মহারণে পান্টার একাদশের হয়ে খেলতে নেমেছিলেন অভিষেক। উল্টোদিকে ছিল মারিও ক্রিকেট ক্লাব। সেই ম্য়াচেই ২৫০ রান তাড়া করতে নেমেছিল পান্টার একাদশ। অভিষেক ৩৯৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন সেই ম্য়াচে। তাঁর ইনিংসের সুবাদেই পান্টার ক্লাবটি ১১ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে যায়। স্বভাবতই ম্য়াচের সেরা হয়েছেন তরুণ বাঁহাতি ওপেনারই। 



আইপিএলে অভিষেকের ধারাবাহিক ভাল পারফরম্য়ান্স নজর এড়ায়নি নির্বাচক ও ক্রিকেট বিশেষজ্ঞদেরও। অনেকেই দ্রুত অভিষেককে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলে দেখতে চাইছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ। পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল সেখানে। রোহিত শর্মা বিশ্বকাপের পরই হয়ত এই ফর্ম্য়াটকে বিদায় জানাবেন। সেক্ষেত্রে অভিষেককে ওপেন করতে দেখা যাবে হয়ত ভারতীয় দলের জার্সিতে। এমনিও নির্বাচকরা জিম্বাবোয়ের মাটিতে একেবারে তরুণ ব্রিগেডকেই হয়ত পাঠাতে চাইছে। সেক্ষেত্রে অভিষেকের মতই আরও তরুণ ক্রিকেটাররা হয়ত প্রথমবার জাতীয় দলের জার্সিতে সুযোগ পাবেন। এবার যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ প্লেয়ার হিসেবে রিঙ্কু সিংহ, শুভমন গিলরা গিয়েছেন। তবে তাঁরা সবাই জিম্বাবোয় সিরিজে প্রথম দলেই থাকবেন বলে মনে করা হচ্ছে। 


এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে আজই পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্য়াচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। প্রথম ম্য়াচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছিল টিম রোহিত। আজকের ম্য়াচে বেশ কয়েকটি ডুয়েলের দিকে নজর থাকবে। যেমন বিরাট-আমি, রোহিত-শাহিন। অন্যদিকে বাবরদের আটকাতে নিজের অস্ত্র মজুত রেখেছেন বুমরা, অর্শদীপরাও। কে শেষ হাসি হাসবে তা জানা যাবে একটু পরেই।