Abhishek Sharma: 'ওকে তিন বলেই আউট করে দেব', অভিষেক শর্মার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দাবি পাঁচ ম্যাচ খেলা পাক বোলারের
Ihsanullah: ২০২৩ সালে অভিষেক ঘটিয়েও তিনি নিজেকে জাতীয় দলে প্রতিষ্ঠাই করতে পারেননি। জাতীয় দলের হয়ে মাত্র একটি ওয়ান ডে এবং চারটি টি-টোয়েন্টি খেলেছেন ইহসানুল্লা।

নয়াদিল্লি: এবারের এশিয়া কাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অভিষেক শর্মা। ফাইনাল বাদে প্রতিটি ম্যাচেই তিনি পারফর্ম করেছেন। দলকে ভাল শুরু করতে সাহায্য করেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচে অনবদ্য আক্রমণাত্মক ইনিংস খেলেছিলেন তিনি। হ্যারিস রউফ, শাহিন আফ্রিদিরা তাঁকে আউট করতে গিয়ে নাকানিচোবানি খান। তবে এক পাকিস্তানি ক্রিকেটারের দাবি তিনি মাত্র তিন বলেই অভিষেককে আউট করে দিতেন।
সদ্য সোশ্যাল মিডিয়ায় এক ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে পাকিস্তানের ইহসানুল্লাকে (Ihsanullah) বলতে শোনা যায় অভিষেক শর্মা নাকি তাঁর বিরুদ্ধে বেশিক্ষণ টিকতেই পারবেন না। তাঁকে বলতে শোনা যায়, 'অভিষেক শর্মা আমার বিরুদ্ধে ছয় বলের বেশি টিকতে পারবে না।' এখানেই না থেমে তিনি আরেকটু বাড়িয়ে বলেন, 'আমি ওকে তিন বলেই আউট করে দেব।'
Ihsanullah challenging Abhishek Sharma
— yang goi (@GongR1ght) October 8, 2025
“he wont survive an over against me, I’ll get him out within 3 balls” pic.twitter.com/vEnxwU4KaZ
ছয় ফুট পাঁচ ইঞ্চির দীর্ঘকায় এই পাকিস্তানি বোলার ২০২৩ সালের পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের বিরুদ্ধে ১২ রানে পাঁচ উইকেট নিয়ে চর্চায় এসেছিলেন। সেই মরশুমেই তিনি সেরা বোলার এবং টুর্নামেন্ট সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বোলিংও করতে পারেন তিনি। তবে ২০২৩ সালে অভিষেক ঘটিয়েও তিনি নিজেকে জাতীয় দলে প্রতিষ্ঠাই করতে পারেননি। জাতীয় দলের হয়ে মাত্র একটি ওয়ান ডে এবং চারটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সেই বোলারই অভিষেককে কার্যত হুঁশিয়ারি দিয়ে দিলেন।
নকভির বিরুদ্ধে ব্যবস্থা
এশিয়া কাপ শেষ হয়েছে সপ্তাহ দু'য়েক। তবে এশিয়া কাপ ঘিরে নাটক এখনও অব্যাহত। পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভির (Mohsin Naqvi) থেকে টিম ইন্ডিয়া এশিয়া কাপ ট্রফি নেয়নি। তবে নকভিও নাছোড়বান্দা। টিম ইন্ডিয়াকে ট্রফি পেতে হলে তাঁর হাত থেকেই নিতে হবে, বদ্ধপরিকর নকভি। তাঁর এই আচরণ বিসিসিআই (BCCI) একেবারেই ভালভাবে নেয়নি।
পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী বিসিসিআই নকভিকে আইসিসির বোর্ড অফ ডিরেক্টর থেকে ছাঁটাই করার পাশাপাশি তাঁর ওপর বিধিনিষেধ যাতে আরোপ করা হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে সচেষ্ট।
পিটিআইকে এক সূত্র জানিয়েছেন, 'নকভির জন্য ভবিষ্যতে কী অপেক্ষা করে রয়েছে, সেটা দেখতে হবে। বিসিসিআইয়ের ধারণা একেবারে স্পষ্ট। নকভি ভারতকে এশিয়া কাপ ট্রফি নিজের হাতেই তুলে দেবেন এবং কোনওভাবেই আয়োজক ও বিজেতা বিসিসিআইকে ট্রফি দেবেন না, এই বিষয়ে জোর করতে পারেন না।'



















