ক্যান্ডি: এশিয়া কাপে (Asia Cup 2023) নিজেদের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। শ্রীলঙ্কার (Sri Lanka Cricket Team) বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল ওপার বাংলার ব্যাটিং। বাংলা টাইগারদের হয়ে একমাত্র নাজমুল হোসেন শান্তই (Najmul Hossain Shanto) ব্যাট হাতে লড়াই করলেন। তাঁর ৮৯ রানের ইনিংস সত্ত্বেও মাত্র ১৬৪ রানেই অল আউট হয়ে গেল বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে বল হাতে চার উইকেট নিলেন মাথিশা পাথিরানা (Mathessha Pathirana)।
টস জিতে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে বাংলাদেশ ব্যাট হাতে ইনিংসের শুরুটা একেবারেই ভালভাবে করেনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই তানজিদ হাসানকে শূন্য রানে সাজঘরে ফেরান মাহিশ থিকসানা। আরেক ওপেনার মহম্মদ নঈমও ১৬ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক শাকিবকে ৫ রানে ফেরান পাথিরানা। ৩৬ রানের তিন উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল বাংলাদেশ। এই পরিস্থিতিতে দলের হয়ে পাল্টা লড়াই শুরু করেন শান্ত ও তৌহিদ হৃদয়। দুইজনে চতুর্থ উইকেট ৫৯ রান যোগ করেন। তবে দাসুন শানাকা হৃদয়কে ফিরিয়ে পার্টনারশিপ ভাঙেন। ২৫তম ওভারে চার উইকেট হারিয়ে শতরানের গণ্ডি পার করে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে তখনও ক্রিজে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও ফর্মে থাকা শান্ত উপস্থিত ছিলেন, যা দলের সমর্থকদের ভরসা জোগাচ্ছিল। তবে শান্ত নিজের ইনিংস চালিয়ে যান। ৬৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। তিনি একদিক থেকে লড়াই চালিয়ে গেলেও, অপরপ্রান্ত থেকে একের পর পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মুশফিকুর আউট হন ১৩ রানে, মেহেদি হাসান মিরাজ করেন পাঁচ রান, মেহদি হাসান করেন ছয়। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশের হয়ে দ্রুত গতিতে রান তুলতে গিয়ে শান্তও আউট হন। ৮৯ রানে তাঁকে সাজঘরে ফেরান থিকসানা। তাঁর আউট হওয়ার দুই বল পরেই বাংলাদেশের ইনিংস সমাপ্ত হয়ে যায়। পাথিরানার চার উইকেট ছাড়াও, শ্রীলঙ্কার হয়ে থিকসানা দুই, ধনঞ্জয় ডি সিলভা, দুনিথ ওয়ালালাগে ও শানাকা একটি করে উইকেট নেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ক্যান্ডিতে ওয়ান ডে ক্রিকেটে অপরাজিত ভারত, পাক-যুদ্ধের আগে রোহিতদের ভরসা রেকর্ড