Asia Cup 2025: বিসিসিআইয়ের সমর্থনে, আফগান, লঙ্কানরা, ১০ নভেম্বরই ভারতকে এশিয়া কাপ ট্রফি দেবেন মহসিন নকভি?
BCCI: বিগত সপ্তাহে বিসিসিআই এবং এসিসির মধ্যে বহু চিঠি আদানপ্রদান হয়েছে বলে খবর।

নয়াদিল্লি: এশিয়া কাপ (Asia Cup 2025) শেষ হয়েছে বহুদিন। তবে এখনও বিজেতা হিসাবে ভারতের হাতে ট্রফিটা আসেনি। সেই ট্রফি নিয়ে টালবাহানা, নাটক অব্যাহত। শোনা যাচ্ছে সামনের মাসে, অর্থাৎ নভেম্বরের ১০ তারিখ মহসিন নকভি (Mohsin Naqvi) ভারতের হাতে এশিয়া কাপ ট্রফি তুলে দিতে আগ্রহী।
Telecom Asia Sport-র রিপোর্ট অনুযায়ী বিসিসিআই এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মধ্যে হালে একাধিক চিঠিপত্র আদান প্রদান করা হয়েছে। এরপরেই ১০ নভেম্বর নকভি ভারতকে এশিয়া কাপ ট্রফি হস্তান্তর করতে রাজি হয়েছেন। করাচিতে নকভি রিপোর্টারদের বলেন, 'বিসিসিআইয়ের সঙ্গে বহু চিঠিপত্র আদানপ্রদান হয়েছে। এরপরে এসিসির তরফে ওদের জানিয়ে দেওয়া হয়েছে যে ট্রফি দেওয়ার জন্য ১০ নভেম্বর দুবাইয়ে আমরা ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তার দলের খেলোয়াড়দের বিসিসিআইয়ের আধিকারিক রাজীব শুক্লর সঙ্গে হোস্ট করতে তৈরি।'
তবে এখানেই গোটা জল্পনা, বিতর্কের অবসান হচ্ছে না। ২৮ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে জয়ের পর ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকার করার মূল কারণই মহসিন নকভি। পাকিস্তান বোর্ড প্রধান তথা দেশের ইন্টিরিয়ার মন্ত্রী আবার বর্তমানে এসিসির প্রধানও। তাঁর হাত থেকেই ভারতীয় দল ট্রফি নিতে নারাজ। পিটিআইয়ের প্রকাশিত একটি ভিন্ন রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ড কিন্তু এখনও নিজেদের এই সিদ্ধান্তে অনড়।
সেই রিপোর্টে দাবি করা হচ্ছে ভারতীয় দল এসিসির সদস্য আরও দুই দেশ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার থেকে সমর্থন পেয়েছে। সেই সমর্থন পাওয়ার পর ভারত নকভির হাত থেকে দুবাইয়ে এসিসির হেডকোয়ার্টারে ট্রফি নেওয়ার সুযোগ ফের একবার প্রত্যাখ্যান করে দিয়েছে। পরিবর্তে তারা এই বিষয়টি পরবর্তী মাসেই আয়োজিত আইসিসির বোর্ড মিটিংয়ে তুলতে আগ্রহী। ৪ থেকে ৭ নভেম্বর এই বৈঠকটি আয়োজিত হবে।
এক এসিসির সূত্র জানান, 'বিসিসিআইয়ের সচিব, এসিসিতে বিসিসিআইয়ের প্রতিনিধি রাজীব শুক্ল এবং শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো বাকি সদস্য বোর্ডগুলি, গত সপ্তাহে এসিসি সভাপতিকে চিঠি দিয়ে ভারতের হাতে ট্রফি তুলে দিতে বলেছে। তবে ওঁ জানায় যে বিসিসিআইয়ের তরফে কাউকে ট্রফিটি ওর হাত থেকেই এসে নিয়ে যেতে হবে। তাই পরিস্থিতি এখনও বদলায়নি। বিসিসিআই তো স্পষ্ট জানিয়েছে যে ওর হাত থেকে ট্রফি নেবে না। তাই সম্ভবত আইসিসি বৈঠকেই এই বিষয়টির মিটবে।'
এই নাটক, জল্পনার অবসান, অন্তত এখনও হচ্ছে না। এর জন্য এখনও খানিক অপেক্ষা করতেই হবে।




















