নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20 Series) সিরিজের জন্য় ১৪ সদস্যের অস্ট্রেলিয়া দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ। ব্যাটিং অলরাউন্ডার মিচেল মার্শ (Mitchell Marsh) এই সিরিজে অজি দলের নেতৃত্ব দেবেন। টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াট থেকে অবসর নেওয়া ডেভিড ওয়ার্নার ফিরে এসেছেন টি-টোয়েন্টি স্কোয়াডে। স্কোয়াডে ফিরেছেন টিম ডেভিড ও মার্কাস স্টোইনিস।
তবে বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথের মত সিনিয়র প্লেয়ারদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পর্যাপ্ত বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মার্শের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া দল। যদিও ভারত সফরে ম্যাথু ওয়েডের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিল অজিরা। জশ হ্যাজেলউডকেও স্কোয়াডে নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ, সিন অ্যাবট, জেসন বেহরনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, জয় হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট. মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার সূর্যকুমার
চোটের জন্য মাঠের বাইরে তিনি এই মুহূর্তে। সম্প্রতি অস্ত্রোপচারও হয়েছে। এরই মধ্যে সুখবর পেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আইসিসির বিচারে টি-টোয়েন্টিতে (T20 Cricket) বছরের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ডানহাতি এই স্টাইলিস্ট ব্যাটার। টানা দ্বিতীয়বার কুড়ির ফর্ম্য়াটে এই খেতাব জিতে নিলেন সূর্যকুমার। প্রায় পঞ্চাশের কাছাকাছি গড় ও দেড়শোর মত স্ট্রাইক রেট নিয়ে ২০২৩ সালে টি-টোয়েন্টিতে পারফর্ম করেছিলেন।
২০২৩ সালটি টি-টোয়েন্টিতে শুরু করেছিলেন সূর্যকুমার মাত্র ৭ রান দিয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্য়াচে ৭ রান করেছিলেন। এরপরের ম্য়াচে ৩৬ বলে অপরাজিত ৫১ ও অপরাজিত ১১২ রান করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ৪৪ বলে ৬৩ রান করেছিলেন। ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন সেই সিরিজেই।
গত বছর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১৭ ইনিংস খেলে ৭৩৩ রান করেছিলেন সূর্যকুমার। ১৫৫-র ওপর স্ট্রাইক রেট ছিল। সূর্যকুমারের প্রতিদ্বন্দ্বী ছিলেন সিকান্দার রাজা, আলপেশ রামজানি ও মার্ক চাপম্যান। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে অ্যাওয়ার্ড জিতে নিলেন ডানহাতি ব্যাটার। ২০২৩ মরশুমের জন্য আইসিসির এমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র।