মেলবোর্ন: চলতি সিরিজ়েই নিজের অভিষেক ঘটিয়েছিলেন। তবে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম তিন টেস্টে ন্যাথান ম্যাকস্যুইনি (Nathan McSweeney) একেবারেই নজর কাড়তে পারেননি। যশপ্রীত বুমরার বিরুদ্ধে বরং বারংবার বিপাকেই পড়েছেন তিনি। এবার তাঁকে ছেঁটে ফেলা হল। চতুর্থ টেস্টের জন্য দলে একাধিক বদল ঘটাল অস্ট্রেলিয়া।
তরুণ ম্যাকস্যুইনির বদলে আরেক তরুণকে সুযোগ দেওয়া হচ্ছে অজ়ি দলে। তিনি স্যাম কন্সটাস (Sam Konstas)। টিন এজার অজ়ি ব্যাটারকে নিয়ে গোটা অস্ট্রেলিয়ান ক্রিকেট মহলে হইচই। বিগত ৭০ বছরে কনিষ্ঠতম অস্ট্রেলিয়ান ব্যাটার হিসাবে টেস্টে অভিষেক ঘটানোর সুযোগ পেতে পারেন কন্সটাস। সেক্ষেত্রে তিনি প্রাক্তন অজ়ি অধিনায়ক ইয়ান ক্রেগের (১৭ বছর ২৩৯ দিন) পর অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় কনিষ্ঠতম বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে টেস্টে অভিষেক ঘটানোর কৃতিত্ব গড়বেন। সদ্যই দিনকয়েক আগে কন্সটাস ১৯-এ পা দিয়েছেন। এত কম বয়সে শেষ প্যাট কামিন্স ব্যাগি গ্রিন হাতে পেয়েছিলেন। বর্তমান অজ়ি অধিনায়ক ২০১১ সালে মাত্র ১৮ বছর ১৯৩ দিনে অভিষেক ঘটিয়েছিলেন।
কন্সটাস এছাড়া তিন বছর পর অস্ট্রেলিয়ান টেস্ট দলে ঝাই রিচার্ডসনের প্রত্যাবর্তনও ঘটল। অলরাউন্ডার বিউ ওয়েবস্টারকেও ১৫ জনের দলে রাখা হয়েছে। তবে ম্যাকস্যুইনি বাদে আর কোনও অজ়ি ক্রিকেটারকে দল থেকে বাদ পড়তে হয়নি। প্রথম তিন টেস্টের ছয় ইনিংসে মাত্র ৭২ রান করেছিলেন ম্যাকসুইনি। যশপ্রীত বুমরার বিরুদ্ধে বিরাট বিপাকে পড়তে হয়েছিল তাঁকে। সেই কারণেই তাঁকে শেষমেশ বাদ পড়তেও হল। ওয়ার্নার-পরবর্তী জমানায় অস্ট্রেলিয়ান টেস্ট ওপেনার খোঁজা চলছেই। ম্যাকস্যুইনি পারেননি, কন্সটাস পারেন কি না, সেটা দেখার বিষয় হতে চলেছে।
মাত্র কিছুদিন আগেই কন্সটাসকে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তাঁর সম্ভাব্য অভিষেক ঘটানো নিয়ে প্রশ্ন করা হয়েছিল। পুরো বিষয়টা অনেকটা স্বপ্নের মতোই হবে বলে জানান কন্সটাস। তিনি বলেন, 'ওটা তো স্বপ্ন সত্যি হওয়ার মতো। হয়তো ম্যাচের আগে খানিকটা নার্ভাস থাকব, তবে এরজন্য আমি প্রচুর খাটা খাটনি করেছি।' এবার দেখার সুযোগ পেলে তিনি কেমন পারফর্ম করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বুমরার 'খুঁজে দেখ' মন্তব্যে মজাদার প্রতিক্রিয়া গুগল সিইও সুন্দর পিচাইয়ের