সিডনি: ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। এরপরই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে টিম রোহিতরা। বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্ট আয়োজিত হবে নাগপুরে। অস্ট্রেলিয়া তাঁদের পূর্ণ শক্তির দল নিয়ে আসলেও সিরিজে অনিশ্চিত ক্যামেরন গ্রিন ও মিচেল স্টার্ক। যা কিছুটা চিন্তায় রাখবে ব্যাগি গ্রিনদের। 


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত মাসে মেলবোর্ন টেস্ট খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন গ্রিন। যদিও এই মুহূর্তে সিডনিতে দলের সঙ্গে অনুশীলন করছেন তরুণ এই অজি অলরাউন্ডার। গত কয়েক মাস গ্রিনের জন্য দুর্দান্ত কেটেছে। আইপিএলে উঁচু দর পেয়েছেন। মেলবোর্ন টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। আঙুল ভাঙার পর তা নিয়েই ম্যাচ বাঁচানো অর্ধশতরানের ইনিংসও খেলেছেন। সব ধরণের ফর্ম্যাটেই জাতীয় দলের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছেন গ্রিন। এই পরিস্থিতিতে গ্রিনের অভাব নিঃসন্দেহে বোধ করবে অজিরা। সেক্ষেত্রে গ্রিনের পরিবর্ত হিসেবে দেখা যেতে পারে ম্যাট রেঁনেশ ও পিটার হ্যান্ডস্কম্বের মধ্যে কোনও একজনকে।


অন্যদিকে স্টার্কও আঙুলে চোট পেয়ে এই মুহূর্তে দলের বাইরে। প্রথম টেস্টে তিনি খেলছেন না প্রায় নিশ্চিত। ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচের আগেই হয়ত অজি পেসার পৌঁছে যাবেন ভারতে। এই মুহূর্তে নেটে ধীরে ধীরে বোলিং শুরু করলেও ম্যাচ খেলার পরিস্থিতিতে তিনি আদৌ রয়েছেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।


আজ হার্দিকদের সিরিজ বাঁচানোর লড়াই


ওয়ান ডে সিরিজে দুরন্ত জয়। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের (T20 Sereis) শুরুটা একদমই ভাল হয়নি। রাঁচিতে ২১ রানে প্রথম টি-টোয়েন্টিতে হারতে হয়। প্রথম ম্যাচে ২ ওপেনারই ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় ম্য়াচে আজ পৃথ্বী শ-কে (Prithwi Shaw) খেলানো হতে পারে। রঞ্জিতে ধারাবাহিক পারফর্ম করে ফের জাতীয় দলে ফিরে এসেছেন পৃথ্বী। গত ম্যাচে টপ অর্ডারও ব্যর্থ হয়েছে। কুড়ির ফর্ম্যাটে কোথাও একটা সূর্যকুমার যাদবের ওপর অতিরিক্ত ভরসা করছে দল, যার খেসারত দিতে হয়েছে গত ম্যাচেই। বোলিং লাইন আপেও হয়ত বদল হতে পারে। শেষ ওভারে অর্শদীপ সিংহের অতিরিক্ত রান খরচ করাটাও চিন্তায় রাখবে দ্রাবিড় অ্যান্ড কোংকে। এছাড়া তেমন কোনও বদল হয়ত আর করা হবে না ২ দলেই।