হাউস্টন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে ধাক্কা খেল বাংলাদেশ শিবির। খাতায় কলমে অনেক দুর্বল যুক্তরাষ্ট্র দলের বিরুদ্ধে গেরে গেল টাইগাররা। যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক এক ভারতীয়। হরমীত সিংহ। ২০১২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটার বর্তমানে যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করেন। আর তাঁর অলরাউন্ডার পাররম্য়ান্সের সুবাদেই বাংলাদেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। ক্যামিও ইনিংস খেললেন কোরি অ্যান্ডারসন। যিনি আগে একজন কিউয়ি ক্রিকেটার ছিলেন।
এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। সেখানেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। যাতে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে তারা। কিন্তু প্রথম ম্য়াচেই ধাক্কা খেতে হল। হরমীত বল হাতে কোনও উইকেট না পেলেও ৪ ওভারের স্পেলে মাত্র ২৭ রান খরচ করেন। অন্য়দিকে ব্যাট হাতে ১৩ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ২টো বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি।
টেক্সাসের গ্র্যান্ড প্রিয়ারে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্য়াটিং করতে নামে বাংলাদেশ। ২ ওপেনার লিটন দাস ও সৌম্য় সরকার ভাল শুরু করলেও ক্রিজে সেট হয়ে বড় রান করতে পারেননি। অধিনায়ক শান্ত ১১ বলে মাত্র ৩ রান করেন। একমাত্র তৌহিদ হৃদয় ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। ৪টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। মাহমুদুল্লাহ ২২ বলে ৩১ রান করেন। মূলত লোয়ার অর্ডারে এই দুই ব্যাটার রান পাওয়ায় ২০ ওভারে ৬ উইকে হারিয়ে ১৫৩ রান তুলতে পেরেছিল বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে একসময় ৭৮ রান বোর্ডে তুলতে ৪ উইকেট খুঁইয়ে বসেছিল যুক্তরাষ্ট্র। তখন মনে হয়েছিল যে লোয়ার অর্ডার বেশিক্ষণ টানতে পারবে না। কিন্তু সেখানেই বাংলাদেশের বোলারদের ভুল প্রমাণ করলেন হরমীত ও কোরি। প্রাক্তন কিউয়ি অলরাউন্ডার দুটো ছক্কার সাহায্যে ২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। ৩ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে যায় যুক্তরাষ্ট্র ক্রিকেট দল।
এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ অলরাউন্ডার শাকিব আল হাসানের পারফরম্য়ান্স কিন্তু চিন্তা বাড়াবে টাইগারদের। শাকিব ১২ বলে গতকাল ৬ রান করেছেন। ৩ ওভারের স্পেলে ১৬ রান দিলেও কোনও উইকেট পাননি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।