Bangladesh Cricket: জুনিয়র ক্রিকেটারকে মারধর করেছেন বাংলাদেশের অধিনায়ক! তুমুল বিতর্ক, অভিযোগ ওড়াল বোর্ড
BCB: বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির (Nigar Sultana Joty) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মিডিয়াম পেসার জাহানারা আলম (Jahanara Alam)।

ঢাকা: ওয়ান ডে বিশ্বকাপ (Womens World Cup) জিতে উৎসবে মাতোয়ারা ভারতের মহিলা ক্রিকেট দল। গোটা দেশে আলোর রোশনাই। আর সেই সময়ই বাংলাদেশের মহিলা ক্রিকেট দল ডুবছে আরও অন্ধকারে।
বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়কের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ। তিনি নাকি বাংলাদেশ ক্রিকেট দলের জুনিয়রদের মারধর করেন! যা জানাজানি হতেই বিতর্কে তোলপাড়। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির (Nigar Sultana Joty) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মিডিয়াম পেসার জাহানারা আলম (Jahanara Alam)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (Bangladesh Cricket Board) তোপ দেগেছেন সম্প্রতি জাতীয় দলে সুযোগ না পাওয়া জাহানারা। নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অভিযোগ, দলের জুনিয়র ক্রিকেটারদের মারধর করেন তিনি। জুনিয়র ক্রিকেটারদের দিয়ে গা-হাত-পা টেপানো, জল আনানো, ব্যাগ বওয়ানোর মতো কাজও সুলতানা করান বলে বিস্ফোরক দাবি জাহানারার। গোটা দলের পরিবেশ বিষিয়ে গিয়েছে, অভিযোগ জাহানারার। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানিয়েছে, গোটা বিষয়টাই কল্পিত ও মনগড়া।
২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি জাহানারা। ৩২ বছরের পেসার এবার তোপ দেগেছেন সুলতানার বিরুদ্ধে। বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র 'কালের কণ্ঠ'-তে দেওয়া সাক্ষাৎকারে অধিুনা সিডনিতে বসবাসকারী জাহানারা বলেছেন, 'এটা নতুন কিছু নয়। জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের। বিশ্বকাপের সময়ও জুনিয়ররা আমাকে জানিয়েছে, 'না বাবা, এটা আর করব না। তা হলে আবার থাপ্পড় খেতে হবে'। কয়েক জন বলেছে, 'কালকে মার খেয়েছি'। দলের দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে চড় মেরেছে।'
দীর্ঘদিন ধরেই জুনিয়র ক্রিকেটারদের ওপর এই ব্যবহার করছেন সুলতানা, অভিযোগ জাহানারার। তিনি বলেছেন, 'এক বার সিলেটে প্রচণ্ড গরমের মধ্যে ৩০-৪০ মিনিটের ফিটনেস সেশন হয়েছিল। তার পর কেউ ঠিক মতো হাঁটতেও পারছিল না। তখন দেখি এক জুনিয়র জ্যোতির কিটব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে। জুনিয়ররাই সব সময় ওর কিটব্যাগ বয়ে নিয়ে যায়। ওরা এই কাজ করতে বাধ্য। জ্যোতিকে দেখেছি জুনিয়রদের দিয়ে মাথা টেপাচ্ছে, চুলে তেল দেওয়াচ্ছে।'
সুলতানা বাড়তি সুবিধা পান বলেও অভিযোগ জাহানারার। বলেছেন, 'জ্যোতি তো অনেক সময় ফিটনেস পরীক্ষাই দেয় না। সহকারী কোচকে (নাসিরুদ্দিন ফারুক) নিয়ে ব্যাটিং অনুশীলন করে বেশি।' আবাহনী ক্লাবে খেলার সময় জ্যোতি তাঁর সতীর্থ শরিফার সঙ্গে মারামারি করেছিলেন বলেও জানিয়েছেন জাহানারা।




















